শেরেবাংলা নগরে বিএনপিবাজার বস্তিতে আগুন
প্রকাশ :

রাজধানীর আগারগাঁওয়ে বিএনপিবাজার বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার রাত ৯টা ৭ মিনিটে এই আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসাইন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, শেরেবাংলা নগরে বিএনপিবাজার বস্তিতে আগুনের ঘটনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট কাজ করছে। রাত ৯টা ৮ মিনিটে আগুন লাগার খবর আসে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। পাশাপাশি আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডে জলাবদ্ধতা নিরসন করায় প্রশংসা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন মসিকের বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ মহব্বত আলী

করোনা মহামারী মোকাবিলায় টিকা প্রদানের পরিসর বৃদ্ধি করা হয়েছে : মসিক মেয়র টিটু
