20 September 2024, 04:12:06 AM, অনলাইন সংস্করণ

জাবির ভর্তি পরীক্ষা ১৬ জুন, থাকছে দ্বিতীয়বার সুযোগ

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ : 

জাবির ভর্তি পরীক্ষা ১৬ জুন, থাকছে দ্বিতীয়বার সুযোগ
16px

আগামী ১৬ জুন থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে। চলবে ২৪ জুন পর্যন্ত। এর আগে ৯ মে থেকে ৩১ মে পর্যন্ত অনলাইনে আবেদন চলবে। এছাড়া অন্যান্য বছরের মতো এবারও দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন পরীক্ষার্থীরা। সোমবার বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা বাংলাদেশ প্রতিদিনকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এ বছর পাঁচ ইউনিটের জায়গায় সাতটি ইউনিটে পরীক্ষা নেওয়া হবে। এগুলোর মধ্যে গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ ও ইন্সটিটিউট অব ইনফরমেশন টেকনোলজির জন্য 'এ' ইউনিট, সমাজবিজ্ঞান ও আইন অনুষদের জন্য 'বি' ইউনিট, কলা ও মানবিকী অনুষদ ও বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইন্সটিটিউট নিয়ে 'সি' ইউনিট, জীববিজ্ঞান অনুষদের জন্য 'ডি' ইউনিট, বিজনেস স্টাডিস অনুষদ নিয়ে 'ই' ইউনিটে পরীক্ষা হবে। আর ইন্টস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ-জেইউ) আলাদা ইউনিট এবং নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সঙ্গে চারুকলা বিভাগ নিয়ে আলাদা ইউনিটে (সি১) পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এতে এ, বি, সি ইউনিটের আবেদন ফি ৯'শ টাকা এবং অন্যান্য ইউনিটগুলোর আবেদন ফি ৬'শ টাকা নির্ধারণ করা হয়েছে।

ভর্তির জন্য 'এ' ইউনিটের ক্ষেত্রে বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ আলাদাভাবে ন্যূনতম জিপিএ-৪ সহ মোট জিপিএ-৮.৫০ থাকতে হবে। তবে এতে ইনফরমেশন এন্ড টেকনোলজি (আইআইটি) ইন্সটিটিউট ও কম্পিউটার সাইন্স এন্ড ইন্জিনিয়ারিং বিভাগের ক্ষেত্রে জিপিএ-৯ থাকতে হবে। 'বি' ইউনিটের ক্ষেত্রে সমাজবিজ্ঞান অনুষদের জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপি ৩.৫০ সহ মোট জিপিএ ৮.০০ এবং আইন অনুষদের জন্য পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৪.০০সহ সর্বমোট জিপিএ ৮.৫০ (বিজ্ঞান শাখা) থাকতে হবে। 

'সি' ইউনিটের ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে জিপিএ ৩.৫o ও সর্বমোট জিপিএ ৮.০০ থাকতে হবে। তবে বঙ্গবন্ধু ও তুলনামূলক সাহিত্য সংস্কৃতি ইন্সটিটিউটের ক্ষেত্রে মানবিক শাখার জন্য সর্বমোট জিপিএ ৭.৫০ লাগবে। অন্যদিকে 'সি১' ইউনিটের জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ ও সর্বমোট জিপিএ ৭.০০ থাকতে হবে। এবং 'ডি' ইউনিটের জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৪.০০ ও মোট জিপিএ ৯.০০ থাকতে হবে। 

'ই' ইউনটের জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.৫০ ও সর্বমোট জিপিএ ৭.৫০ থাকতে হবে। এক্ষেত্রে বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের জন্য মোট জিপিএ ৮.০০ থাকতে হবে। এছাড়া 'আইবিএ-জেইউ' ইউনিটে আবেদনের ক্ষেত্রে বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৪.৫০ ও মোট জিপিএ ৯.০০ থাকতে হবে। তবে এতে মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৪.০০ সহ সর্বমোট জিপিএ ৮.৫০ থাকতে হবে। এ বছর জাবিতে ৪৪টি আসন কমিয়ে ১ হাজার ৮৪৪টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে ছাত্র-ছাত্রী উভয়ের জন্য সমান সংখ্যক আসন বরাদ্দ দেওয়া হয়েছে।

  • সর্বশেষ - শিক্ষাঙ্গন