ঈদের দিনও ঢাকা ছাড়ছেন অনেকে
প্রকাশ :
যথাযোগ্য মর্যাদা আর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রাজধানীসহ সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। ঈদুল ফিতর উপলক্ষে গতকাল শুক্রবার পর্যন্ত ঢাকা ছেড়েছে লাখ লাখ মানুষ। আজ ঈদের দিনও অনেকেই ঢাকা ছেড়ে যাচ্ছেন গ্রামের উদ্দেশ্যে।
ঈদের দিন ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে গাড়ি ছেড়ে গেলেও ভাড়া বেশি নেওয়া হচ্ছে, এমন অভিযোগ যাত্রীদের। তারা বলছেন, ৪০০ টাকার ভাড়া ৬০০ টাকা নেওয়া হচ্ছে। তবে অভিযোগ অস্বীকার করছে বাস কাউন্টার থেকে। তাদের মতে, আগের ভাড়ায় যাত্রীরা যাচ্ছেন। ঈদের দিন হওয়ায় তারা চালক-হেলপারদের কিছু বকশিশ দিচ্ছেন।
শনিবার বেলা ১১টার দিকে গণমাধ্যমের কথা হয় আব্দুর রহমানের সঙ্গে। তিনি পেশায় নরসুন্দর, যাবেন গ্রামের বাড়ি নোয়াখালী। তিনি বলেন, চাঁদরাত পর্যন্ত আমাদের সেলুনে কাজ থাকে। প্রতিবারই ঢাকায় ঈদের নামাজ পড়ে গ্রামের উদ্দেশ্যে রওনা হই। এবার ৪০০ টাকার ভাড়া ৬০০ টাকা চাচ্ছে। এটা এক প্রকার জুলুম।
একই কথা বলেন নোয়াখালীর একজন যাত্রী হাজি নুর ইসলাম। তিনি ৪০ দিনের তাবলীগ শেষে ঈদের দিন পুরো জামাতসহ নোয়াখালী ফিরছেন। তিনি অভিযোগ করে বলেন, ২০০ টাকা বেশি চাওয়া হচ্ছে। তবে অভিযোগ অস্বীকার করলেন তিশা পরিবহনের চালক সুজন। তিনি গণমাধ্যমে বলেন, আগের ভাড়াই নেওয়া হচ্ছে। তবে ঈদের দিন হওয়ায় বকশিশ দিচ্ছেন যাত্রীরা। কেউ দিতে না চাইলে জোর নাই।