, ১০ আশ্বিন ১৪৩০ অনলাইন সংস্করণ

সার্বিয়ায় ফের বন্দুক হামলা; নিহত ৮, আহত ১৪

  আন্তর্জাতিক ডেস্ক

  প্রকাশ : 

সার্বিয়ায় ফের বন্দুক হামলা; নিহত ৮, আহত ১৪

সার্বিয়ায় এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে আট জন নিহত ও অন্তত ১৪ জন আহত হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় দুবোনার একটি পার্কে এক জন পুলিশ কর্মকর্তার সাথে তর্ক করার পর স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে লোকজনের উপর গুলি চালাতে শুরু করে হামলাকারী। বিবিসি জানিয়েছে, হামলাকারী বেলগ্রেড থেকে ৬০ কিলোমিটার দক্ষিণে একটি গ্রামের কাছে চলন্ত গাড়ি থেকে স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে গুলি চালায়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারীকে ‘বিস্তৃত অনুসন্ধানের’ পরে গ্রেফতার করা হয়েছে। এর আগে, বুধবার বেলগ্রেডের একটি স্কুলে বন্দুক হামলা চালিয়ে নয় জনকে হত্যা করেছিল এক কিশোর। ওই ঘটনার দুই দিনের মাথায় পুনরায় এই বন্দুক হামলার ঘটনা ঘটলা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার সকাল ৮টা ৪০ মিনিট নাগাদ সন্দেহভাজন হামলাকারীকে গ্রেফতার করা হয়। তাকে ক্রাগুজেভাক শহরের কাছের এলাকা থেকে গ্রেফতার করা হয়।

  • সর্বশেষ - আন্তর্জাতিক