বরিশালে বঙ্গবন্ধু ধান-১০০’র মাঠ দিবস অনুষ্ঠিত
প্রকাশ :
বরিশালের বাবুগঞ্জে বঙ্গবন্ধু ধান-১০০’র মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার রাকুদিয়া গ্রামে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রুহুল আমিন তালুকদার। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) অতিরিক্ত পরিচালক মো. শওকত ওসমান এবং আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. বিমল চন্দ্র কুন্ডু।
ডিএই বরিশালের উপ-পরিচালক মো. মুরাদুল হাসানের সভাপতিত্বে এবং ব্রি’র ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা তুষার চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাবুগঞ্জের উপজেলা কৃষি কর্মকর্তা মো. মামুনুর রহমান, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. ছয়েমা খাতুন ও প্রদর্শনী চাষি মো. জাহিদুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বঙ্গবন্ধু ধান-১০০’র গড় ফলন হেক্টর প্রতি ৭.৩২ টন। চলতি বছর ওই উপজেলায় মোট ৩০ বিঘা জমিতে প্রদর্শনী করা হয়েছে। প্রতি কৃষককে বিঘাপ্রতি ৫ কেজি বীজ এবং পরিমাণ মতো সুষম সার ফসল রোপণের আগে বিনামূল্যে বিতরণ করা হয়।