রাজধানীতে শিশু অপহরণকারী চক্রের ৩ সদস্য গ্রেফতার
প্রকাশ :
রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে শিশু অপহরণকারী চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন- মিল্টন মাসুদ (৪৫), শাহীনুর রহমান (৩৮) ও সুফিয়া বেগম (৪৮)।শুক্রবার রাতে তাদেরকে গাজীপুরের সালনা থেকে গ্রেফতার করা হয়। শনিবার দুপুরে উত্তরা বিভাগের ডিসি মোহাম্মদ মোর্শেদ আলম জানান, গত ২৪ মার্চ উত্তরার ৪ নাম্বার সেক্টরের হলি ল্যাবের সামনে থেকে শাহিন শেখ নামে ৬ বছরের এক শিশু হারিয়ে যায়। পরে এ ঘটনায় জিডি করা হয় উত্তরা পূর্ব থানায়। জিডি তদন্তের সূত্র ধরে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
তিনি জানান, এই চক্রের মূল হোতা মিল্টন মাসুদ ও তার সহযোগী শাহীনুর রহমান। তারা দীর্ঘদিন ধরে স্কুল, বাজার, রেস্টুরেন্টসহ নানা জায়গায় একা থাকা ও বাবা মায়ের সাথে ঘুরতে থাকা শিশুদের টার্গেট করে কৌশলে অপহরণ করত। পরে তাদের পরিবারের কাছ থেকে মোবাইল ব্যাংকের (বিকাশ, নগদ) মাধ্যমে মোটা অঙ্কের টাকা মুক্তিপণ আদায় করত। চক্রের বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।