2024-12-22 12:04:34 pm

রোশান-এশার বিবাহত্তোর সংবর্ধনা আজ

www.jagrotabangla.com

রোশান-এশার বিবাহত্তোর সংবর্ধনা আজ

০৬ মে ২০২৩, ১৬:০৭ মিঃ

রোশান-এশার বিবাহত্তোর সংবর্ধনা আজ

দীর্ঘ ৩ বছরের প্রেমের পাঠ চুকিয়ে ২০২০ সালের ১১ই জুন বিয়ে করেন ঢালিউডের এই সময়ের অন্যতম আলোচিত নায়ক জিয়াউল রোশান। পাত্রী তাহসিন এশা। কিন্তু সেই সময়ে বিভিন্ন গণমাধ্যমে রোশান শুধুই বলেছিলেন, ‘আমরা সম্পর্কে আছি, এটা সত্য।’ তবে এতোদিনেও দু’জনের বিয়ে নিয়ে অফিসিয়ালি কিছুই জানাননি তারা। এবার জানা গেল, কাছের বন্ধু ও দু’পক্ষের পরিবারবর্গকে নিয়ে রাজধানীর একটি অভিজাত রেস্টুরেন্টে আজ সন্ধ্যায় বিবাহত্তোর সংবর্ধনা আয়োজন করবেন এই দম্পতি।

তারই পরিপ্রেক্ষিতে দুপুরে রোশান তার অফিসিয়াল ফেসবুক একাউন্টে এশার সঙ্গে দু’টি ছবি পোস্ট করে লেখেন, ‘যদিও অধ্যায়টা শুরু হয়েছিল অনেক আগেই...।’ এই দু’টি ছবিতে রোশানকে দেখা যায় তার প্রিয়তমার হাত মেহেদীতে রাঙিয়ে দিতে। এ বিষয়ে জানতে চাইলে শনিবার দুপুরে বাংলাদেশ প্রতিদিনকে রোশান বলেন, ‘বিয়ে তো আগেই করেছি। এখন কাছের কিছু মানুষ ও দুই পরিবারের মানুষদের নিয়ে জাস্ট একটি গেট টুগেদার করছি। খুবই সিলেকটিভ কিছু মানুষ এই আয়োজনে থাকবেন।’

জানা গেছে, রোশানের স্ত্রী তাহসিন এশার জন্ম ঢাকার এক সম্ভ্রান্ত পরিবারে। এশা শোবিজ জগতের কেউ নন। ফেসবুকে তাদের দু’জনের পরিচয় হয়। এরপর দুই মাস ফোনে কথা বলার পর ঢাকার একটি রেস্টুরেন্টে দেখাও করেন তারা। তখনো কেউ কাউকে ‘ভালোবাসি’ বলেননি। মাস দু’য়েক সময় নেন একে অন্যকে বুঝতে। এরপর সম্পর্কে জড়ান।  উল্লেখ্য, ২০১৬ সালে ‘রক্ত’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় রোশানের। সম্প্রতি প্রেক্ষগৃহে তার ‘পাপ’ ও ‘জ্বীন’ সিনেমা মুক্তি পেয়েছে।


উপদেষ্টা সম্পাদক: দীপক মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান


সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :