6 October 2024, 03:44:21 PM, অনলাইন সংস্করণ

১০ বছর কারাগারে রাখার ষড়যন্ত্র হয়েছে, অভিযোগ ইমরান খানের

  আন্তর্জাতিক ডেস্ক

  প্রকাশ : 

১০ বছর কারাগারে রাখার ষড়যন্ত্র হয়েছে, অভিযোগ ইমরান খানের
16px

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, লন্ডনের পরিকল্পনায় রাষ্ট্রদ্রোহীতা মামলা দিয়ে তাকে ১০ বছর কারাগারে রাখার ষড়যন্ত্র হয়েছে। সোমবার এক টুইট বার্তায় তিনি এই অভিযোগ করেন। ইমরান খান আরও অভিযোগ করেন, স্ত্রী বুশরা বিবিকেও কারাবন্দী করে তাকে অপমানিত করার পরিকল্পনা হয়েছে।

বিগত কয়েক মাস ধরে পাকিস্তান পিটিআই নেতা ইমরান সেনাবাহিনীর বিরুদ্ধে সোচ্চার। গত বছর লংমার্চের সময় তার ওপর হামলায় পাকিস্তানি সেনা কর্মকর্তারা জড়িত ছিলেন এমন অভিযোগ তোলার কয়েক ঘণ্টার মধ্যে গত মঙ্গলবার তাকে গ্রেফতার করা হয়।

তাকে গ্রেফতারের পর দেশজুড়ে মারাত্মক সহিংসতা ছড়িয়ে পড়ে। ১১ মে পাকিস্তানের সুপ্রিম কোর্ট আল-কাদির ট্রাস্ট মামলায় ইমরান খানের গ্রেফতার ‘বেআইনি’ ঘোষণা করেন। গত শুক্রবার ওই মামলায় ইসলামাবাদ হাইকোর্ট তাকে দুই সপ্তাহের জামিন দেন। ইমরান খান গত বছরের এপ্রিলে অনাস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত হন। এর পর থেকে তার বিরুদ্ধে কয়েক ডজন মামলা হয়েছে।

  • সর্বশেষ - আন্তর্জাতিক