, ৮ আশ্বিন ১৪৩০ অনলাইন সংস্করণ

নাটোরে শিশু ধর্ষণের অভিযোগে একজনের যাবজ্জীবন

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ : 

নাটোরে শিশু ধর্ষণের অভিযোগে একজনের যাবজ্জীবন

নাটোরের লালপুরে দশ বছর বয়সী এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে মো. রান্টু (৫২) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা ভিকটিমকে দেওয়ার নির্দেশ দেন আদালত।

বুধবার দুপুর পৌনে ১২টার দিকে নাটোরের নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন। এসময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত মো. রান্টু লালপুর উপজেলার আহম্মদপুর গ্রামের মৃত রাফিজ উদ্দিনের (ন্যাংড়া) ছেলে। আর শিশুটির বাড়ি একই গ্রামে।

নাটোর নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিশেষ পাবলিক প্রসিকিউটর (স্পেশাল পিপি) অ্যাডভোকেট আনিসুর রহমান জানান, ২০১০ সালের ৮ আগস্ট বেলা ১১টার দিকে ওই শিশুটির মা মাঠে ছাগল চড়াতে যান। এসময় ওই শিশু বাড়িতে একাই ছিল। এই সুযোগে রান্টু তাদের বাড়িতে গিয়ে শিশুটিকে ধর্ষণ করে।

এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে লালপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জশিট দেন। মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে অপরাধ প্রমাণ হওয়ায় তাকে দণ্ডাদেশ দেওয়া হয়।

  • সর্বশেষ - সারাদেশ