11 September 2024, 11:41:24 PM, অনলাইন সংস্করণ

ঘূর্ণিঝড়ে সেন্টমার্টিনে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ : 

ঘূর্ণিঝড়ে সেন্টমার্টিনে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ

ঘূর্ণিঝড় মোখায় কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করছে বাংলাদেশ কোস্টগার্ড জাহাজ কামরুজ্জামান। বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার লেঃ এইচ এম এম হারুন-অর-রশীদ (বিএন) গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ঘূর্ণিঝড় ‘‘মোখা” বাংলাদেশের উপকূলীয় অঞ্চল কক্সবাজার, টেকনাফ ও সেন্টমার্টিন দ্বীপ দিয়ে প্রবাহিত হয়। উক্ত ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টসার্টিনে ব্যাপক ক্ষতি সাধিত হয়।

ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়াতে বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোন বিভিন্ন কর্মসূচি পালন করেছে। সাহায্যের অংশ হিসেবে আজ কোস্টগার্ড জাহাজ কামরুজ্জামান কতৃর্ক সেন্টমার্টিন এলাকায় প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন অধিনায়ক বিসিজিএস কামরুজ্জামান কমান্ডার মীর মোঃ মাহবুবুল হাসান। বাংলাদেশ কোস্টগার্ড কর্তৃক কর্মহীন ও দুঃস্থদের সাহায্যের এই ধারা নিয়মিত অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।

  • সর্বশেষ - সারাদেশ