, ১৯ আশ্বিন ১৪৩০ অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীকে ‘হত্যার হুমকি’ দেওয়া বিএনপি নেতা চাঁদ গ্রেফতার

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ : 

প্রধানমন্ত্রীকে ‘হত্যার হুমকি’ দেওয়া বিএনপি নেতা চাঁদ গ্রেফতার

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘হত্যার হুমকি’ দেওয়া রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে গ্রেফতার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। বৃহস্পতিবার বেলা ১১টার দেক নগরীর ভেড়ীপাড়া মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। পর তাকে আরএমপি কার্যালয়ে আনা হয়েছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আনিসুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।

এর আগে, গত শুক্রবার পুঠিয়ার শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির সমাবেশ থেকে প্রধানমন্ত্রীকে হুমকি দেন চাঁদ। এরপর তার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে।

  • সর্বশেষ - সারাদেশ