আফগান সিরিজ: ২৬ জনের ক্যাম্প, নেই মাহমুদুল্লাহ
প্রকাশ :
আফগানিস্তানের বিপক্ষে তিন সংস্করণের সিরিজের জন্য ২৬ জনের প্রাথমিক দলে নেই মাহমুদুল্লাহ রিয়াদ। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রাথমিক দল নিয়ে ক্যাম্প শুরু হয়েছে সোমবার (২৯ মে) থেকে।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ দলের ম্যানেজার নাফিস ইকবাল, ‘আমাদের ২৬ জনের প্রাথমিক স্কোয়াড দিয়েছে। পাঁচজন অন্তর্ভুক্ত রয়েছে এ টিমে। বাদবাকি সবাই ছিল (ক্যাম্পে) ।
মাহমুদুল্লাহর না থাকা নিশ্চিত করলেও নাফিস সরাসরি কেন নেই তা বলতে পারেননি। পরবর্তীতে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস জানান, মাহমুদুল্লাহ ছুটি নিয়েছেন, ‘মাহমুদুল্লাহ আমাদের কাছে আবেদন করেছে যে সে হজে যাচ্ছে।
২২ জুন থেকে জুলাই ৫ সে হজে থাকবে।’ তবে হজের ছুটি না চাইলে মাহমুদুল্লাহ ক্যাম্পে থাকতেন সেই নিশ্চয়তাও নেই। কারণ শেষ দুই সিরিজে তাকে ছাড়াই খেলেছে দল।