শিশু অপহরণ-হত্যায় তিন আসামির মৃত্যুদণ্ড
প্রকাশ :

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় জুঁই আক্তার নামে এক শিশুকে অপহরণ ও হত্যার দায়ে তিন আসামিকে ফাঁসির দণ্ড দিয়েছেন দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামল এ রায় ঘোষণা করেন। এসময় তিন আসামি জাকির হোসেন, শাহজালাল ও আশরাফুল আদালতে উপস্থিত ছিলেন। শাহজালাল ও আশরাফুল ১৬৪ ধারায় নিজেদের দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আদাসুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ২০১৮ সালের ১৮ অক্টোবর থেকে ১৯ অক্টোবরের মধ্যে রূপগঞ্জের ভুলতা টেকপাড়া এলাকা থেকে জুঁইকে অপহরণ করে হত্যা করে দণ্ডপ্রাপ্তরা। পরে এ ঘটনায় জুঁইয়ের বাবা আনোয়ার হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে এবং দোষ প্রমাণিত হওয়ায় জাকির হোসেন, শাহজালাল ও আশরাফুলকে ফাঁসির দণ্ড দেন আদালত।