7 October 2024, 03:11:25 PM, অনলাইন সংস্করণ

গাজীপুরের নতুন পুলিশ কমিশনার মাহবুব আলম

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ : 

গাজীপুরের নতুন পুলিশ কমিশনার মাহবুব আলম
16px

আর্মড পুলিশ ব্যাটালিয়নের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. মাহাবুব আলমকে গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কমিশনার পদে নিয়োগ দিয়েছে সরকার। গাজীপুরের বর্তমান কমিশনার মোল্যা নজরুল ইসলামকে আর্মড পুলিশ ব্যাটালিয়নের ডিআইজি পদে বদলি করা হয়েছে।

আর্মড পুলিশ ব্যাটালিয়নের আগে ডিএমপির গোয়েন্দা বিভাগের যুগ্ম কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন মাহাবুব আলম। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে তাদের নিয়োগ-বদলির প্রজ্ঞাপন হয়। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন হয়ে যাওয়ার এক সপ্তাহের মধ্যে রাজধানী লাগোয়া এই নগরীর পুলিশ প্রধান বদল হল।

বিসিএস পুলিশ ক্যাডারের ১৮তম ব্যাচের কর্মকর্তা মাহবুব আলমের বাড়ি কুমিল্লার হোমনার খোদেদাউদপুর গ্রামে। তিনি ১৯৯৯ সালের ২৫ জানুয়ারি পুলিশে যোগদেন। এপিবিএনের ডিআইজি পদে দায়িত্ব পালনের আগে তিনি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার ছিলেন।

গত বছরের মে মাসে তিনি ডিআইজি পদে পদোন্নতি পান। এরপর তাকে এপিবিএনের ডিআইজি করা হয়। চাকরিজীবনে তিনি ডিএমপির যুগ্ম-পুলিশ কমিশনার (ডিবি), টাঙ্গাইলের পুলিশ সুপার এবং বিদেশ মিশনসহ গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। পুলিশে ভালো কাজের স্বীকৃতি হিসেবে দুইবার রাষ্ট্রপতি পুলিশ পদক-পিপিএম এবং একবার বাংলাদেশ পুলিশ পদক-বিপিএম পান।

  • সর্বশেষ - সারাদেশ