15 September 2024, 08:47:08 AM, অনলাইন সংস্করণ

মেসিকে যা বলে বিদায় দিলেন নেইমার

  স্পোর্টস ডেস্ক

  প্রকাশ : 

মেসিকে যা বলে বিদায় দিলেন নেইমার

লিওনেল মেসি পরবর্তী মৌসুমে আর পিএসজিতে থাকছেন না। সার্জিও রামোসও পিএসজি ছেড়ে গেছেন। নেইমারের থাকা না থাকার বিষয়টিও ঝুলন্ত। মেসির ক্লাব ছাড়ার খবরে অনলাইন মাধ্যমে আবেগী বার্তা দিয়েছেন বন্ধু নেইমার। তিনি লিখেছেন, ‘ভাই... আমরা যা ভাবি তা সব সময় হয় না। তবে আমরা সবকিছুই চেষ্টা করি। আরও দুই বছর আপনার সাথে কাটাতে পেরেছি এটা আমার জন্য বড় প্রশান্তি।’

এরপর নেইমরা লিখেছেন, ‘আপনার নতুন অধ্যায়ের জন্য শুভকামনা। আশা করছি আপনি সুখী হবেন। আমি আপনাকে ভালোবাসি।’ বার্সেলোনাতেও মেসির সাথে খেলেছিলেন নেইমার। এরপর বিচ্ছেদ হলেও মেসি বার্সা ছেড়ে আবার যোগ দিয়েছিলেন পিএসজিতে। আবার একই ক্লাবের জার্সি গায়ে মাঠে নামেন দুই বন্ধু।

  • সর্বশেষ - খেলাধুলা