টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল: ভারত-অস্ট্রেলিয়া লড়াইয়ে এগিয়ে কে?
প্রকাশ :
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল শুরু হচ্ছে আগামীকাল। ইংল্যান্ডের দ্য ওভালে মুখোমুখি হচ্ছে বিশ্বের সেরা দুই টেস্ট দল ভারত ও অস্ট্রেলিয়া। টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরেও ফাইনালে খেলেছে ভারত। তারা হেরে যায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে। এবার প্রথমবারের মতো ফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া। এবার কে জিতবে শিরোপা- ভারত নাকি অস্ট্রেলিয়া!
অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং অস্ট্রেলিয়াকে একটুখানি এগিয়ে রাখলেও মনে করেন কঠিন লড়াই হবে। তিনি বলেন, ‘অস্ট্রেলিয়া সামান্য কিছুটা এগিয়ে। তবে গত দুই বছরে দুই দলের মধ্যে খুব একটা পার্থক্য ছিল না। দুই দলই নিজেরা ততটা হারেনি, প্রতিপক্ষকে বেশি হারিয়েছে। দুই বছরের পারফরম্যান্সের বিচারে সেরা দুটি জায়গা তাদেরই প্রাপ্য।’
রিকি পন্টিংয়ের মতো ভারতের সাবেক অধিনায়ক রবি শাস্ত্রী ও পাকিস্তানের গ্রেট ওয়াসিম আকরামও কিছুটা এগিয়ে রাখছেন অস্ট্রেলিয়াকে। ভারতের বড় সমস্যা হচ্ছে তাদের ক্রিকেটাররা গত দুই মাস ধরে আইপিএল নিয়ে ব্যস্ত সময় কাটিয়েছে। টেস্ট নিয়ে ততটা ভাবার সময় পাননি। এখানেই অনেকটা এগিয়ে থাকবে অস্ট্রেলিয়া। আবার ইতিবাচক দিকও আছে। টানা খেলার মধ্যে থাকায় তাদের ফিটনেস লেবেল অনেক ভালো। টেস্টের জন্য ফিটনেস ভালো হওয়ার বিকল্প কিছু নেই।
রবি শাস্ত্রী বলেন, ‘কাগজে-কলমে অস্ট্রেলিয়া ফেবারিট। ক্রিকেটারদের দিকে তাকালে তারা কিছুটা এগিয়ে। তবে ম্যাচ ফিটনেস গুরুত্বপূর্ণ হতে পারে। সেখানে এগিয়ে ভারতীয়রা।’ ওয়াসিম আকরাম বলেন, ‘এটা আবহাওয়ার ওপর নির্ভর। টস এবং পিচ এখানে খুবই গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। তবে সব কিছু বিবেচনা করে আমি অস্ট্রেলিয়াকেই কিছুটা এগিয়ে রাখব।’
শক্তি-সামর্থ্যরে দিক দিয়ে দুই দলই সমানে সমান। তবে মেন্টালি যে দল যত বেশি বুস্টআপ থাকবে তারাই ম্যাচ জিতবে। সে কারণেই ক্রিকেটারদের মনস্তাত্ত্বিক বিষয়ের ওপর বেশি গুরুত্ব দিয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। তিনি তার দলের ক্রিকেটারদের উদ্দেশে বলেন, ‘নিজের সঙ্গে কথা বলো, দেখ মানসিকভাবে তুমি প্রস্তুত কি না!’