নতুন কোচ পেল ইউক্রেন
প্রকাশ :
প্রায় পাঁচ মাস পর স্থায়ী কোচ পেল ইউক্রেন জাতীয় ফুটবল দল। সাবেক স্ট্রাইকার সের্হি রেব্রোভকে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব দিল দেশটির ফুটবল ফেডারেশন। ৪৯ বছর বয়সী রেব্রোভকে নিয়োগ দেওয়ার কথা বুধবার (০৭ জুন) বিবৃতি দিয়ে জানানো হয়েছে। চুক্তি হয়েছে ২০২৬ সালের ৩০ জুলাই পর্যন্ত।
অন্তর্বর্তীকালীন কোচ রুসলান রোতানের স্থলাভিষিক্ত হলেন রেব্রোভ। ওলেকসান্দর পেত্রাকভের চুক্তির মেয়াদ শেষে গত ফেব্রুয়ারিতে রোতানকে নিয়োগ দেওয়া হয়েছিল। তার কোচিংয়ে ২০২৪ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে ২-০ গোলে হারে ইউক্রেন।
দিনামো কিয়েভ, টটেনহ্যাম হটস্পারসহ বেশ কয়েকটি ক্লাবের হয়ে খেলা রেব্রোভ ইউক্রেইন জাতীয় দলের হয়ে ১৯৯২ থেকে ২০০৬ পর্যন্ত খেলেন ৭৫ ম্যাচ। ২০০৯ সালে খেলোয়াড়ী জীবনের ইতি টানেন তিনি।
২০১৪ সাল থেকে বেশ কয়েকটি ক্লাবকে কোচিং করানোর পর এই প্রথম কোনো জাতীয় দলের দায়িত্ব নিলেন রেব্রোভ। আগামী ১২ জুন জার্মানির বিপক্ষে ইউক্রেনের প্রীতি ম্যাচ দিয়ে শুরু হবে রেব্রোভের নতুন অধ্যায়। চলতি মাসেই পরে ইউরো বাছাইয়ে দলটি খেলবে নর্থ মেসিডোনিয়া ও মাল্টার বিপক্ষে।