টঙ্গীতে কারখানায় আগুন
প্রকাশ :

গাজীপুরের টঙ্গীতে একটি ডায়িং কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে টঙ্গীর পাগাড় পাঠানপাড়া এলাকার একটি কারখানায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে টঙ্গী দমকল বাহিনীর তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
কারখানার শ্রমিকরা জানান, কারখানাটিতে প্রায় ৫’শ থেকে ১ হাজার শ্রমিক কাজ করেন। রবিবার সন্ধ্যায় হঠাৎ কারখানার ভেতরে ধোঁয়া ও আগুনের কুন্ডলি দেখতে পান শ্রমিকরা। প্রাথমিকভাবে কারখানার শ্রমিকরা আগুন নেভাতে চেষ্টা করে ব্যর্থ হলে পরে টঙ্গী দমকল বাহিনীকে খবর দেওয়া হয়।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইকবাল হাসান বলেন, কারখানাটিতে আগুন লাগার খবর পেয়ে টঙ্গী দমকল বাহিনীর তিনটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডে জলাবদ্ধতা নিরসন করায় প্রশংসা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন মসিকের বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ মহব্বত আলী

করোনা মহামারী মোকাবিলায় টিকা প্রদানের পরিসর বৃদ্ধি করা হয়েছে : মসিক মেয়র টিটু
