, ১৫ অগ্রহায়ণ ১৪৩০ অনলাইন সংস্করণ

মাগুরায় যুবলীগের তারুণ্যের জয়যাত্রা সমাবেশ

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ : 

মাগুরায় যুবলীগের তারুণ্যের জয়যাত্রা সমাবেশ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে ও ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে উন্নীতকরণে তারুণ্যের জয়যাত্রা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে শহরের সেগুনবাগিচা এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর। জেলা আওয়ামী যুবলীগ আয়োজিত তারুণ্যের জয়যাত্রা সমাবেশে সভাপতিত্ব করেন জেলা যুবলীগের আহ্বায়ক ফজলুর রহমান।

এ সময় বিশেষ অতিথি ছিলেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার, জেলা আওয়ামী লীগের সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু, সহ-সভাপতি আবু নাছির বাবলু, যুগ্ম সম্পাদক শাখারুল ইসলাম শাকিল, প্রচার সম্পাদক শেখ রেজাউল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আশরাফুল আলম বাবুল ফকির ও সাধারণ সম্পাদক আব্দুল মান্নান।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক ড. শামীম আল সাইফুল সোহাগ। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন কাজী আনিসুর রহমান তৈমুর, কাজী মিরাজুল ইসলাম ডলার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক শেখ সালাহউদ্দিন, জেলা ছাত্রলীগের সভাপতি নাহিদ খান, সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলী আহমেদ আহাদ, আশরাফ খান ও সাকিব হাসান তুহিন প্রমুখ।

  • সর্বশেষ - রাজনীতি