11 September 2024, 10:32:07 PM, অনলাইন সংস্করণ

রাজধানীতে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা শুরু

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ : 

রাজধানীতে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা শুরু

দ্বিতীয় দিনের মতো রাজধানীতে ‘শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা’ করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। শোভাযাত্রায় অংশগ্রহণের জন্য বুধবার দুপর থেকে রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা মোড়ের কাছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়ো হয়েছেন। যেখানে শোভাযাত্রার আগে সংক্ষিপ্ত সমাবেশ চলছে।

সমাবেশে বক্তব্য রাখবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এছাড়া শোভাযাত্রায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাও অংশ নেবেন। আজ তেজগাঁওয়ের সাতরাস্তা মোড় থেকে মহাখালী পর্যন্ত পদযাত্রা করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

একই সঙ্গে রংপুর, ঢাকা, খুলনা ও ময়মনসিংহ বিভাগের শহর ও জেলায় শোভাযাত্রা করবে আওয়ামী লীগ। গতকাল মঙ্গলবার ক্ষমতাসীন দল আওয়ামী লীগ রাজধানীসহ রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের সব নগর ও জেলা ইউনিটে এ শোভাযাত্রা বের করে।

  • সর্বশেষ - রাজনীতি