, ২৩ অগ্রহায়ণ ১৪৩০ অনলাইন সংস্করণ

আওয়ামী লীগ সরকার আমলে সর্বাধিক উন্নয়ন হয়েছে : ময়মনসিংহে মেয়র ইকরামুল হক টিটু

  শাহ মোহাম্মদ রনি

  প্রকাশ : 

আওয়ামী লীগ সরকার আমলে সর্বাধিক উন্নয়ন হয়েছে : ময়মনসিংহে মেয়র ইকরামুল হক টিটু

ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু বলেছেন, আওয়ামী লীগ সরকার আমলে দেশে সর্বাধিক উন্নয়ন হয়েছে। আমাদের যা কিছু অর্জন এসেছে তা আওয়ামী লীগের নেতৃত্বে। সব কিছুই অর্জিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাত ধরে। সারা বিশ্বের কাছে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। তিনি বলেন, বিএনপি-জামায়াত সন্ত্রাসের রাজনীতি করে। তারা দেশকে পিছিয়ে নিতে চায়। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে মাথায় রেখে জনগণের কাছে আওয়ামী লীগের উন্নয়নচিত্র পৌঁছে দিতে হবে। বুধবার বিকালে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে তিনি একথা বলেন।
মেয়র মোঃ ইকরামুল হক টিটু বলেন, স্বাধীনতা বিরোধী চক্র যখন অব্যাহত ষড়যন্ত্র চালিয়ে দেশকে পিছনের দিকে নিয়ে যাচ্ছিলো, ঠিক তখনই জননেত্রী শেখ হাসিনা গণমানুষের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের হাল ধরেন। তার নেতৃত্বেই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা পেয়েছে। তিনি ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছেন। ১৯৭১ সালে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছেন। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বকে শক্তিশালী করার মধ্য দিয়ে সকল প্রতিবন্ধকতা রুখে বাংলাদেশকে উন্নত দেশগুলোর কাতারে নিয়ে যেতে হবে। তিনি বলেন, দেশের উন্নয়ন অব্যাহত রাখতে হলে নৌকার জয় অপরিহার্য। আবারও নৌকার বিজয় নিশ্চিত করার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে।


সংক্ষিপ্ত সমাবেশে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত, সাবেক সহ-সভাপতি অধ্যাপক গোলাম ফেরদৌস জিল্লু, সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুর রহমান আল হোসাইন তাজ, সাবেক সহ-সভাপতি শাহজাহান পারভেজ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হোসাইন জাহাঙ্গীর বাবু, সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হক রিপন, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য আনোয়ারা খাতুন, মহানগর আওয়ামী লীগের সাবেক শ্রম সম্পাদক মোঃ শরিফুল ইসলাম শরীফ, সাবেক আইন সম্পাদক অ্যাডভোকেট মোঃ তাজুল ইসলাম খোকন, মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাশিদা তাহমিনা প্রীতি, মসিকের প্যানেল মেয়র-৩ সামীমা আক্তার, কাউন্সিলর সেলিনা আক্তার প্রমুখ বক্তব্য রাখেন। সংক্ষিপ্ত সমাবেশ ও শোভাযাত্রায় মহানগর আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন।
দলীয় নেতা-কর্মী ও সমর্থকরা দুপুর থেকেই বিভিন্ন ওয়ার্ড থেকে খণ্ডখণ্ড মিছিল নিয়ে ময়মনসিংহ জংশন স্টেশনের রেলওয়ে কৃঞ্চচূড়া চত্বরে সমবেত হতে থাকেন। বিকালে সংক্ষিপ্ত সমাবেশ বিশাল জন সমাবেশে পরিণত হয়। প্রখর রোদ উপেক্ষা করে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। সংক্ষিপ্ত আলোচনা শেষে টাউন হল অভিমুখে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রা টাউন হল মাঠে গিয়ে শেষ হয়।

  • সর্বশেষ - মহানগর