গাংনীতে জামায়াতে ইসলামীর ১০ কর্মী আটক
প্রকাশ :
16px
মেহেরপুর গাংনী উপজেলার ধানখোলা স্কুল মাঠ থেকে জামায়াতে ইসলামীর ১০ কর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে উপজেলার ধানখোলা স্কুল মাঠে অভিযান চালিয়ে তাদেরকে আটক হয়েছে। এসময় তাদের নিকট থেকে জিহাদি বই উদ্ধার করা হয়েছে বলে পুলিশের দাবি।
আটককৃতরা হলেন, মনোয়ার হোসেন(৪৩), আব্দুস সাত্তার (৬০), মোস্তফা (৫০), জাকরিয়া (৪০), সোহেল রানা (৪০), আকছেদ আরী(৬৫), জালাল উদ্দিন (৬৩), আব্দুল হান্নান(৬০) ওদুত হোসেন ও (৫৫) মনিরুল ইসলাম (৪৫)।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, সরকার বিরোধী নাশকতা মূলক কার্যকলাপ ও উগ্র জনমত সৃষ্টির পরিকল্পনার অপরাধে তাদেরকে বিশেষ ক্ষমতা আইনে আটক করা হয়েছে। আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।