, ১৫ অগ্রহায়ণ ১৪৩০ অনলাইন সংস্করণ

বঙ্গবন্ধুর সমাধিতে শেখ রাসেল ফাউন্ডেশনের শ্রদ্ধা

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ : 

বঙ্গবন্ধুর সমাধিতে শেখ রাসেল ফাউন্ডেশনের শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শেখ রাসেল ফাউন্ডেশনের উদ্যোগে ছয় শতাধিক মানুষ শ্রদ্ধা নিবেদন করেছেন। শনিবার বিকালে শেখ রাসেল ফাউন্ডেশন ইউএসএ ইনক্ সভাপতি ডা. ফেরদৌস খন্দকার ও কুমিল্লার দেবিদ্বার উপজেলা চ্যাপ্টারের আয়োজনে এ শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে ১৫ আগস্টে নিহতদের স্মরণে নীরবতা পালন ও তাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

এসময় উপস্থিত ছিলেন শেখ রাসেল ফাউন্ডেশন ইউএসএ ইনক্ সভাপতি ডা. ফেরদৌস খন্দকার, সাধারণ সম্পাদক আল-আমিন বাবু, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এ কে এম শফিকুল আলম ওরফে ভিপি কামাল, দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা আজিজ খান, সহ-সভাপতি মোসলেউদ্দিন মাস্টার, লুৎফর রহমান বাবুল, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট হারুন অর রশিদ, ভানী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম ভূঁইয়াসহ উপজেলা আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ।

  • সর্বশেষ - রাজনীতি