বঙ্গবন্ধুর সমাধিতে শেখ রাসেল ফাউন্ডেশনের শ্রদ্ধা
প্রকাশ :
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শেখ রাসেল ফাউন্ডেশনের উদ্যোগে ছয় শতাধিক মানুষ শ্রদ্ধা নিবেদন করেছেন। শনিবার বিকালে শেখ রাসেল ফাউন্ডেশন ইউএসএ ইনক্ সভাপতি ডা. ফেরদৌস খন্দকার ও কুমিল্লার দেবিদ্বার উপজেলা চ্যাপ্টারের আয়োজনে এ শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে ১৫ আগস্টে নিহতদের স্মরণে নীরবতা পালন ও তাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
এসময় উপস্থিত ছিলেন শেখ রাসেল ফাউন্ডেশন ইউএসএ ইনক্ সভাপতি ডা. ফেরদৌস খন্দকার, সাধারণ সম্পাদক আল-আমিন বাবু, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এ কে এম শফিকুল আলম ওরফে ভিপি কামাল, দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা আজিজ খান, সহ-সভাপতি মোসলেউদ্দিন মাস্টার, লুৎফর রহমান বাবুল, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট হারুন অর রশিদ, ভানী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম ভূঁইয়াসহ উপজেলা আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ।