11 September 2024, 11:34:42 PM, অনলাইন সংস্করণ

রিজভীর নামে হিরো আলমের ৫০ কোটি টাকার মানহানি মামলা

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ : 

রিজভীর নামে হিরো আলমের ৫০ কোটি টাকার মানহানি মামলা

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে মানহানির অভিযোগে ৫০ কোটি টাকা দাবি করে মামলা করেছেন কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। সোমবার  দুপুর ১২ টায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে তিনি এ মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে ডিবি পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন। হিরো আলমের আইনজীবী মুনসুর আলী রিপন জানান, দণ্ডবিধির ৫০৬/৫০১/৫০৬ ধারার অভিযোগ আনা হয়েছে।  আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে ডিবি পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

এর আগেত গতকাল রবিবার বেলা ১২টার দিকে অভিযোগ নিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে যান আলোচিত এই কনটেন্ট ক্রিয়েটর। এ সময় গণমাধ্যমকে তিনি বলেন, ‘রিজভী আমাকে পাগল এবং অশিক্ষিত বলেছেন। তিনি আমাকে কেন পাগল ও অশিক্ষিত বলবেন? আমি কখনও বিএনপি কিংবা আওয়ামী লীগকে নিয়ে উল্টাপাল্টা কথা বলিনি। তারা কেন আমাকে অবমাননা করে কথা বলবে? রিজভী আমাকে অবমাননা করে কথা বলেছেন। বিচার চাইতেই আমি ডিবি কার্যালয়ে এসেছি।’

এরপর মামলা করতে তিনি আদালতে যান। কিন্তু আদালত থেকে আবার ফিরে যান হিরো আলম। আইনজীবীর সঙ্গে পরামর্শ করে মামলা না করেই ফিরে যান তিনি।নিয়ে উল্টাপাল্টা কথা বলিনি। তারা কেন আমাকে অবমাননা করে কথা বলবে? রিজভী আমাকে অবমাননা করে কথা বলেছেন। বিচার চাইতেই আমি ডিবি কার্যালয়ে এসেছি।’

  • সর্বশেষ - রাজনীতি