, ১৫ অগ্রহায়ণ ১৪৩০ অনলাইন সংস্করণ

মুক্তির প্রথম দিনেই রেকর্ড আয় ‘গদর টু’ এর

  বিনোদন ডেস্ক

  প্রকাশ : 

মুক্তির প্রথম দিনেই রেকর্ড আয় ‘গদর টু’ এর

ভারতে মুখোমুখি বড় বড় তারকাদের তিন ছবি। এগুলো হলো বহুল প্রতীক্ষিত সানি দেওলের গদর ২, রজনীকান্তের জেলার ও অক্ষয় কুমারের ওএমজি ২। যদিও জেলারের প্রিমিয়ার হয় গত বৃহস্পতিবারে। আর শুক্রবারে হলে এল গদর ২ আর ওএমজি ২।

জানা গেছে, মুক্তির প্রথম দিনে শুধু ভারতেই ‘গদর টু’ ছবিটি আয় করেছে ৪০ কোটি রুপি। একই দিনে মুক্তি পাওয়া ‘ওএমজি টু’ এর প্রথম দিনের আয় ৯.৫০ কোটি। ‘গদর টু’-এর প্রথম দিনের রেকর্ড আয় প্রত্যাশা পূরণ করেছে। ছবিটি যে ব্লকবাস্টার হতে চলেছে তা মোটামুটি নিশ্চিত বক্স অফিস বিশেষজ্ঞরা। হতাশ করেনি ‘ওএমজি টু’ও। ছবিটি নিয়ে আশাবাদী ‘ওএমজি টু’-এর প্রযোজক-পরিচালকরা।

২০০১ সালে ‘গদর : এক প্রেমকথা’ ছবিটি বক্স অফিসে ঝড় তুলেছিল। ‘গদর’ ছবিতে সানি এক শিখ ট্রাক চালক ছিলেন। ঘটনাচক্রে তিনি সাকিনার (আমিশা) সঙ্গে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ধর্ম আলাদা হলেও সেই পরিস্থিতি তারা কীভাবে সামলেছিলেন তা দেখা যাবে ‘গদর টু’ ছবিতে। ‘গদর টু’-এর মূল চরিত্রে অভিনয় করেছেন উৎকর্ষ শর্মা।

উৎকর্ষ শর্মা এখানে সানি এবং আমিশার ছেলের চরিত্রে অভিনয় করবেন। তিনিই ‘গদর : এক প্রেমকথা’ ছবিতে সানি, আমিশার ছেলের ভূমিকায় অভিনয় করেছিলেন। ‘ওএমজি টু’ ছবিতে শিব চরিত্রে দেখা গেছে অক্ষয় কুমারকে। আর পঙ্কজ ত্রিপাঠি হলেন একজন শিবভক্ত। শিক্ষাব্যবস্থার সঙ্গে আইনি লড়াইয়ে না্মেন পঙ্কজ ত্রিপাঠি। তার চরিত্রের নাম কান্তি শরণ মুগদল। ছবিতে আরও রয়েছেন ইয়ামি গৌতম।

  • সর্বশেষ - বিনোদন