, ২২ বৈশাখ ১৪৩১ অনলাইন সংস্করণ

যাবজ্জীবন কিংবা ১৪ বছরের সাজা হতে পারে ইমরানের, দাবি রিপোর্টে

  আন্তর্জাতিক ডেস্ক

  প্রকাশ : 

যাবজ্জীবন কিংবা ১৪ বছরের সাজা হতে পারে ইমরানের, দাবি রিপোর্টে

অ্যাটক কারাগারে বন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবার আরও এক মামলার তদন্তের মুখে পড়েছেন। সরকারের গোপন নথি ফাঁসের ঘটনায় তাকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেছে ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির (এফআইএ) একটি যৌথ তদন্তকারী দল (জেআইটি) বলে জানা গেছে।

পাকিস্তানি গণমাধ্যম এআরওয়াই নিউজ জানিয়েছে, অফিসিয়াল সিক্রেট অ্যাক্টের ৫ ধারায় ইমরান খানের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। মামলাটি নিয়ে জিও নিউজের এক খবরে বলা হয়েছে, ৫ ধারার অভিযোগ প্রমাণ হলে এই মামলায় ইমরান খানের ১৪ বছরের কারাদণ্ড এমনকি যাবজ্জীবন কারাদণ্ডও হতে পারে। ইতোমধ্যে তার বিরুদ্ধে প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা পড়েছে।

নির্ভরযোগ্য সূত্রের বরাত পাকিস্তানি গণমাধ্যম বলছে, এফআইএয়ের কাউন্টার টেররিজম উইং সাবেক প্রধানমন্ত্রীর অফিসের অফিসিয়াল রেকর্ড থেকে এই সংক্রান্ত একটি মামলা নথিভুক্ত করেছে এবং এ মামলায় খানকে অভিযুক্ত করেছে। যৌথ তদন্তকারী দল বা জেআইটি ইমরান খানকে অ্যাটক কারাগারে কয়েক ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করে। জেআইটির ডেপুটি সুপারিনটেনডেন্ট জেলের অফিসে ইমরানের সঙ্গে দেখা করেছেন।