, ৭ আশ্বিন ১৪৩০ অনলাইন সংস্করণ

পুলিশের টহল ভ্যানে ট্রেনের ধাক্কা, নিহত ৩

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ : 

পুলিশের টহল ভ্যানে ট্রেনের ধাক্কা, নিহত ৩

চট্টগ্রামের সীতাকুণ্ডে টহলে থাকা একটি পুলিশ ভ্যানে ট্রেনের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। রবিবার বেলা ১২টার দিকে উপজেলার সলিমপুর ফকিরহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নামপরিচয় জানা যায়নি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক। তিনি বলেন, গুরুতর আহতাবস্থায় তিনজনকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সীতাকুণ্ড থানার তদন্ত ওসি আবু সাঈদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, পুলিশের গাড়ির সঙ্গে ট্রেনের ধাক্কায় তিনজন পুলিশ নিহত হয়েছেন। তবে  তাৎক্ষণিকভাবে নিহত পুলিশ সদস্যের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত করে বিস্তারিত জানানো হবে।

  • সর্বশেষ - সারাদেশ