8 September 2024, 09:34:36 PM, অনলাইন সংস্করণ

এবার মালয়েশিয়ায় মুক্তি পেল ‌‘প্রিয়তমা’

  বিনোদন ডেস্ক

  প্রকাশ : 

এবার মালয়েশিয়ায় মুক্তি পেল ‌‘প্রিয়তমা’

যুক্তরাষ্ট্র ও কানাডার পর এবার মালয়েশিয়ায় মুক্তি পেল শাকিব খান ও ইধিকা পাল অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমাটি। বুধবার রাজধানী কুয়ালালামপুরে পেট্রনাস টুইন টাওয়ারে টিজিভি সিনেমা হলে প্রিমিয়ার শো'র মধ্য দিয়ে মালয়েশিয়ায় শুরু হলো ‘প্রিয়তমার’ চিত্রায়ন। সিনেমাটির মুক্তির খবরে মালয়েশিয়া প্রবাসীদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে। গত ২৫ আগস্ট মালয়েশিয়া সেন্সর থেকে চলচ্চিত্রটি ছাড়পত্র পায়।

৩১ আগস্ট (বৃহস্পতিবার) মালয়েশিয়ার স্বাধীনতা দিবস থেকে দেশটির টিজিভি কেএলসিসি, টিজিভি চেরাস সেন্ট্রাল, টিএসআর সিনেমাক্স শাহআলম, এ-ই সিনেমাক্স সেরেম্বান, এমএমসি প্রানগিন মল পেনাং, এমএমসি সিটি স্কয়ার জোহর প্রেক্ষাগৃহে প্রবাসীরা ‘প্রিয়তমা’ সিনেমাটি দেখতে পাবেন বলে নিশ্চিত করেছেন মালয়েশিয়ার হ্যাপি ট্রিপ ট্র্যাভেল অ্যান্ড ট্যুরস’র পরিচালক এস এম মোয়াজ্জেম হোসেন নিপু।

  • সর্বশেষ - বিনোদন