4 October 2024, 08:59:03 PM, অনলাইন সংস্করণ

বীরাঙ্গনা মালেকা বেগম আর নেই

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ : 

বীরাঙ্গনা মালেকা বেগম আর নেই
16px

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের টোকনা গ্রামের বীরাঙ্গনা মালেকা বেগম (৭০) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। গতকাল শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন।

আজ শনিবার বেলা ১১টার দিকে খড়িয়াল গোরস্থান প্রাঙ্গণে মরহুমার নামাজে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তার মরদেহ খড়িয়াল গোরস্থানে দাফন করা হয়। জানাজায় অংশ নেন, স্থানীয় সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত, শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মাহবুবুর রহমান মিজানসহ স্থানীয় বীরমুক্তিযোদ্ধা এবং মুসল্লীগণ।

  • সর্বশেষ - আলোচিত খবর