মসিক মেয়র টিটু’র নেতৃত্বে ঢাকায় ১০ হাজার নেতা-কর্মী ও সমর্থক : অভূতপূর্ব দৃশ্যের সৃষ্টি
প্রকাশ :

ঢাকায় বহুল কাঙ্খিত এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধনী অনুষ্ঠানে ময়মনসিংহের আওয়ামী লীগ, সহযোগী এবং অঙ্গসংগঠনের ১০ হাজারের বেশি নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত হয়েছিলেন। বিশাল এ বহরের নেতৃত্ব দেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের জননন্দিত মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি মোঃ ইকরামুল হক টিটু। তার দিকনির্দেশনায় শনিবার বিভিন্ন ট্রেন, বাস, ট্রাক, পিকআপ, মাইক্রোবাস, প্রাইভেটকার ও ব্যক্তিগত গাড়ির বিশাল বহর নিয়ে নেতা-কর্মী ও সমর্থকরা ঢাকায় পৌঁছান। পরে তারা দীর্ঘ পথ হেঁটে বর্ণাঢ্য মিছিল নিয়ে শেরেবাংলা নগরের অনুষ্ঠানস্থলে যোগ দেন। এফবিসিসিআইয়ের সহ-সভাপতি ও ময়মনসিংহ চেম্বার অফ কমার্সের সভাপতি মোঃ আমিনুল হক শামীম সিআইপি গাড়ি বহর এবং বর্ণাঢ্য মিছিলের সাথে ছিলেন।
শনিবার ভোরে মেয়র মোঃ ইকরামুল হক টিটু’র নেতৃত্বে ৩ শতাধিক গাড়ির বিশাল বহর ঢাকার পথে যাত্রা করে। ময়মনসিংহের ত্রিশাল থেকে ভালুকা পর্যন্ত দীর্ঘ ২২ কিলোমিটার সড়কে ময়মনসিংহের গাড়ি বহর অভূতপূর্ব দৃশ্যের সৃষ্টি করে। চারলেন সড়কের দু’পাশের মানুষের নজর কাড়ে বিশাল বহর। এ সময় তারা হাত নেড়ে অভিবাদন জানান। অপরদিকে নেতা-কর্মী ও সমর্থকের অনেকেই ময়মনসিংহ রেলওয়ে জংশন স্টেশন থেকে মধ্য রাতে মোহনগঞ্জ এক্সপ্রেস, ভোরে যমুনা এক্সপ্রেস ও সকালে ব্রহ্মপুত্র এক্সপ্রেসে বিমানবন্দর স্টেশন পৌঁছান। পরে তারা আলাদা মিছিল নিয়ে অনুষ্ঠানস্থলে যান।
ময়মনসিংহ মহানগর কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ আবুল হাশেম রায়হান শনিবার রাতে দৈনিক জাগ্রত বাংলা’কে জানান, উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমরা অনেক খুশি হয়েছি। কাছ থেকে উদ্বোধন দেখতে পেরেছি। আওয়ামী লীগ সরকারের এটি আরেকটি বড় অর্জন। তিনি বলেন, সাড়ে ১১ কিলোমিটার এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু হওয়ায় ময়মনসিংহ-ঢাকা মহাসড়ক ও চারলেন সড়কে চলাচল করা যানবাহন দ্রুত সময়ের মধ্যে ময়মনসিংহসহ বিভিন্ন গন্তব্যে পৌঁছাবে। ময়মনসিংহ বিভাগ এবং ঢাকা মহানগর ও বিভাগের বিভিন্ন এলাকায় যাতায়াত করতে অনেক কম সময় লাগবে।
সূত্র জানায়, ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগ, মহানগর যুবলীগ, মহানগর কৃষক লীগ, মহানগর স্বেচ্ছাসেবক লীগ, মহানগর মহিলা আওয়ামী লীগ, জেলা ও মহানগর যুব মহিলা লীগ, ময়মনসিংহ জেলা ছাত্রলীগ, মহানগর ছাত্রলীগ, ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রলীগ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ, ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রলীগ, জেলা ও মহানগর মৎস্যজীবী লীগ, জেলা ও মহানগর তাঁতী লীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মী ও সমর্থকরা উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় গিয়েছিলেন।
অন্যদিকে মসিক মেয়র মোঃ ইকরামুল হক টিটুর দিকনির্দেশনায় গত শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্র সমাবেশে যোগ দেয় ময়মনসিংহের বিভিন্ন ইউনিটের ২ হাজারের বেশি ছাত্রলীগ নেতাকর্মী ও সমর্থক। এর মধ্যে ময়মনসিংহ জেলা, মহানগর, সদর উপজেলা, ময়মনসিংহ মেডিকেল কলেজ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজ, ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ শাখা ছাত্রলীগ অন্যতম।

কেন্দ্রীয় আওয়ামী লীগের বিপক্ষে অবস্থান নিয়েছেন ময়মনসিংহের পদবঞ্চিত নেতারা

শেখ হাসিনার একনিষ্ঠ অনুসারী এমপি কাজিম উদ্দিন আহম্মেদ ধনুকে ঘিরে মন্ত্রীত্বের প্রত্যাশা ময়মনসিংহবাসীর

ময়মনসিংহে লকডাউনে পথচারী ও দুঃস্থদের জন্য জেলা পুলিশের ৫ টাকার ইফতার বক্স
