, ২১ অগ্রহায়ণ ১৪৩০ অনলাইন সংস্করণ

চন্দ্রযান-৩ : কাজ শেষে চাঁদে রোভার প্রজ্ঞানকে ঘুম পাড়াল ইসরো

  আন্তর্জাতিক ডেস্ক

  প্রকাশ : 

চন্দ্রযান-৩ : কাজ শেষে চাঁদে রোভার প্রজ্ঞানকে ঘুম পাড়াল ইসরো

চাঁদে ১৪ দিনের কাজ নিয়ে গিয়েছিল ভারতের চন্দ্রযান-৩। কিন্তু সময়ের আগেই কাজ শেষ হয়েছে। ইসরোর রোভার প্রজ্ঞান তাই বিশ্রাম নিচ্ছে। বিজ্ঞানীরা রোভারটিকে ঘুম পাড়িয়ে দিয়েছেন। শনিবার রাতে ইসরো একটি টুইট করে জানিয়েছে, প্রজ্ঞান রোভার তার কাজ সম্পন্ন করেছে। যে যে কাজের দায়িত্ব দিয়ে তাকে চাঁদে পাঠানো হয়েছিল, তা সম্পন্ন হয়েছে। এবার একটি নিরাপদ স্থানে রোভারটিকে পাঠিয়ে ‘স্লিপ মোড’ চালু করে দিয়েছেন বিজ্ঞানীরা।

ইসরো জানিয়েছে, রোভারের অ্যাসাইনমেন্ট সমাপ্ত হয়েছে। এবার সেটিকে যথাযথভাবে পার্ক করা হয়েছে। এবার সেটি স্লিপ মোডে চলে যাবে। এপিএক্সএস এবং এলআইবিএস পে-লোডগুলোকে বন্ধ করা হয়েছে। এই পে-লোডগুলো থেকে ডেটা ল্যান্ডারের মাধ্যমে পৃথিবীতে আসবে। যদিও ব্যাটারি ফুল চার্জ রয়েছে।

আগামী সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সোলার প্যানেলগুলোও তাদের কাজ শুরু করে দেবে। ২২ সেপ্টেম্বর ফের জেগে উঠবে রোভার। সকলেই আশা করছি সেদিন ঘুম ভেঙে ফের নিজের মেজাজেই ফিরবে রোভার। তা যদি না হয় তবে চিরকালের জন্য হয়তো ভারতের লুনার অ্যাম্বাসেডার হয়ে চাঁদের বুকেই থেকে যাবে সে। উল্লেখ্য, পৃথিবীর ১৪ দিন মানে চাঁদের একদিন।

  • সর্বশেষ - মিডিয়া