রজনীকান্তের ‘জেলার’ সব রেকর্ড ভেঙে ৬০০ কোটির গণ্ডি টপকাল
প্রকাশ :

রজনীকান্তের নতুন ছবি ‘জেলার’। তার দীর্ঘ ক্যারিয়ার জীবনে অন্যতম সফল ছবি হিসেবে থেকে গেল ‘জেলার’। গতকাল রবিবার ট্রেড অ্যানালিস্ট মনোবল বিজয়াবালান টুইটারে জেলার ছবিটির বক্স অফিস রেকর্ডের একটি সম্পূর্ণ হিসাব দিলেন। সেই হিসাবে ১০ আগস্ট মুক্তির পর থেকে ৬০০ কোটি রুপির গণ্ডি ছাড়িয়ে গেছে জেলার।
ছবিটি ইংল্যান্ড এবং উত্তর আমেরিকার সবসময়ের ১ নম্বর তামিল ছবির তকমা পেয়েছে। একই সঙ্গে এটাই দ্বিতীয় তামিল ছবি যা দ্রুত ৬০০ কোটি রুপির গণ্ডি অতিক্রম করেছে। এক কথায় বলতে গেলে রজনীকান্তের জেলার যেন সব অর্থেই অপ্রতিরোধ্য। মনোবল বিজয়াবালান লেখেন, ‘জেলার দ্য রেকর্ড মেকার। সুপারস্টার রজনীকান্তের জেলার ৬০০ কোটির লিস্টে এন্ট্রি নিল। তামিল নাড়ুর সবসময়ের এক নম্বর মুভি হল এটা। তেলেগু ভাষা প্রধান রাজ্যগুলিতেও এটি এক নম্বর ছবি। এমনকি কেরালাতেও। এটা ভারতের তৃতীয় এবং একমাত্র তামিল ছবি যা দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে ৫০ কোটির বেশি আয় করেছে।’
তিনি তার টুইটটিতে আরও লেখেন, ‘১. উত্তর আমেরিকায় সবসময়ের এক নম্বর মুভি হয়েছে। ২. ইংল্যান্ডেও ব্যবসার নিরিখে এক নম্বর মুভি হয়েছে। ৩. পার্শিয়ান গালফ অঞ্চলে আয়ের বিচারে এক নম্বর মুভির তকমা পেয়েছে। ৩. মালয়েশিয়ায় সবসময়ের দুই নম্বর মুভি হয়েছে।’
তার পোস্ট থেকে জানা যায়-সৌদি আরব, সিঙ্গাপুর, ফ্রান্স সহ একাধিক দেশেই জেলার ব্যাপক ব্যবসা করেছে। এই ট্রেড অ্যানালিস্টের টুইট অনুযায়ী, 'ব্যবসার বিচারে অন্যান্য দেশে ১ নম্বর তামিল ছবির আখ্যা পেয়েছে। এবং দ্বিতীয় তামিল ছবি যা দ্রুত ৬০০ কোটির গণ্ডি পেরিয়েছে।'
গতকাল রবিবার ‘জেলার’ বিশ্বজুড়ে ৬০০ কোটি রুপি ব্যবসা করেছে। এটাই দ্বিতীয় তামিল ছবি যা এত দ্রুত ৬০০ কোটির গণ্ডি অতিক্রম করলো। এর আগে ২০১৮ সালে মুক্তি পাওয়া অক্ষয় কুমার অভিনীত ২.০ এই রেকর্ড গড়েছে। এখন এটির মোট আয় ৬৩৭ কোটি রুপি। উল্লেখ্য, দক্ষিণ ভারতের বিনোদন জগতের অন্যতম উজ্জ্বল নক্ষত্র রজনীকান্ত। গত ৫ দশক ধরে দর্শকের মনোরঞ্জন করছেন তিনি। তার অভিনয় মন কেড়েছে অসংখ্য অনুরাগীর।