14 September 2024, 09:33:16 PM, অনলাইন সংস্করণ

এবার চাঁদে নভোযান পাঠাল জাপান

  আন্তর্জাতিক ডেস্ক

  প্রকাশ : 

এবার চাঁদে নভোযান পাঠাল জাপান

এবার চাঁদে নভোযান পাঠিয়েছে জাপান। রকেট বহনকারী এই নভোযানটি চাঁদে অনুসন্ধান চালাবে। সফলভাবে এই নভোযান চাঁদে অবতরণ করলে পঞ্চম দেশ হিসেবে চন্দ্রজয়ের তালিকায় নাম লেখাবে জাপান।  

জাপানের মহাকাশ অনুসন্ধান সংস্থা (জেএএক্সএ) জানিয়েছে, নিজেদের তৈরি এই রকেটটি তানেগাশিমা স্পেস সেন্টার থেকে বৃহস্পতিবার উড্ডয়ন করা হয়েছে এবং এটি সফলভাবে স্মার্ট ল্যান্ডার ফর ইনভেস্টিগেটিং মুন (স্লিম) চন্দ্রপৃষ্ঠে অনুসন্ধানের জন্য পাঠিয়েছে। প্রতিকূল পরিবেশের কারণে গত মাসে তিনবার এর উড্ডয়ন পেছানো হয়।

চন্দ্রপৃষ্ঠে লক্ষ্যস্থলের ১০০ মিটারের মধ্যে ‘মুন স্নাইপার’ ল্যান্ডারকে অবতরণ করাতে চায় জাপান। এছাড়া আগামী ফেব্রুয়ারির মধ্যে মহাকাশযানটি চাঁদে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। এই প্রকল্পে জাপানের খরচ হয়েছে প্রায় ১০ কোটি মার্কিন ডলার। 

এ পর্যন্ত চারটি মাত্র দেশ সফলভাবে চাঁদে নভোযান পাঠাতে পেরেছে। চন্দ্র জয় করা দেশগুলো হলো, সোভিয়েত রাশিয়া, চীন, ভারত ও যুক্তরাষ্ট্র। গত মাসে প্রথমবারের মতো চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান সফলভাবে অবতরণ করায় ভারত।

  • সর্বশেষ - আন্তর্জাতিক