নয়াদিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী, বিকালে মোদির সঙ্গে বৈঠক
প্রকাশ :

তিন দিনের সফরে নয়াদিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার দুপুরে বিশেষ বিমানে নয়াদিল্লি পালাম বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। ভারতের রেলওয়ে মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দর্শনা জারদোশ ও নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার মুস্তাফিজুর রহমান তাকে স্বাগত জানান। বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী সরাসরি চলে যান হোটেল দ্যা গ্রান্ডে।
বিকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল শনিবার বহুজাতিক জোট জি-২০ এর নানান আনুষ্ঠানিকতায় যোগ দেবেন তিনি। সম্মেলনের সাইডলাইনে একাধিক রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে বৈঠক হবে প্রধানমন্ত্রীর।

ভালুকা আসনের এমপি কাজিম উদ্দিন আহম্মেদ ধনুকে ঘিরে বিশেষ মহলের অপপ্রচার ও গভীর ষড়যন্ত্র

প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়নে করোনা যুদ্ধে অগ্রণী ভূমিকায় মসিকের মানবিক মেয়র টিটু

ময়মনসিংহে অসহায় ও এতিমদের খাদ্যপণ্য দিয়ে বিরল দৃষ্টান্ত সৃষ্টি করছেন পুলিশ সুপার আহমার
