০৯ সেপ্টেম্বার ২০২৩, ২২:২০ মিঃ
বাংলাদেশে প্রায় ২ কোটি মানুষ কমবেশি কিডনি রোগে ভুগছে। এত বিপুল সংখ্যক কিডনি রোগীর চিকিৎসায় দেশে অভিজ্ঞ কিডনি রোগের বিশেষজ্ঞ চিকিৎসকের প্রয়োজন রয়েছে। কিডনি চিকিৎসা খুবই জটিল এবং ব্যয়বহুল হওয়ায় অনেক রোগী কিডনি চিকিৎসার জন্য বিদেশে চলে যাচ্ছে। তাই কিডনি রোগীদের বিদেশ যাওয়ার প্রবণতা কমাতে এবং দেশে কিডনি রোগীদের চিকিৎসা সেবার মান বৃদ্ধির বিকল্প নেই বলে জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।
বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশন আয়োজিত তিন দিনব্যাপী ১৭তম ইন্টারন্যাশনাল সায়েন্টিফিক কনফারেন্সে কিডনি বিশেষজ্ঞরা এসব কথা বলেন। কক্সবাজারের উখিয়ার ইনানী সমুদ্র পাড়ে অবস্থিত একটি রিসোর্টের সম্মেলন কক্ষে শুক্রবার রাতে এ কনফারেন্স শুরু হয়। কনফারেন্সে বক্তারা বলেন, বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে দেশের অধিকাংশ কিডনি রোগী বাংলাদেশে সঠিক চিকিৎসা পাচ্ছে না। দেশেই কিডনি রোগীদের চিকিৎসা সহজলভ্য এবং চিকিৎসা সেবার মান বৃদ্ধি করতে হবে। দেশের তরুণ ডাক্তারদের কিডনি রোগের চিকিৎসায় আধুনিক জ্ঞানে সমৃদ্ধ হওয়ার বিকল্প নেই।
উক্ত বৈজ্ঞানিক সম্মেলনে অংশগ্রহণ করতে যুক্তরাষ্ট্রসহ সার্কভুক্ত দেশসমূহের স্বনামধন্য কিডনি রোগ বিশেষজ্ঞ চিকিৎসকরা অংশ নিচ্ছে। এ ছাড়া প্রায় চার শতাধিক বাংলাদেশি কিডনি রোগ চিকিৎসক উক্ত সম্মেলনে অংশগ্রহণ করেন। কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডাক্তার মো. শরফুদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন ইন্টারন্যাশনাল সোসাইটি অফ নেফ্রিউলজির সভাপতি অধ্যাপক ডাক্তার নারায়ণ প্রসাদ এবং ইন্টারন্যাশনাল সোসাইটি অফ নেফ্রিউলজির সহ-সভাপতি প্রফেসর ডাক্তার মোহাম্মদ রফিকুল আলম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশনের মহাসচিব এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ কিডনি ডিজিস এন্ড ইউরোলজির ডাইরেক্টর প্রফেসর ডাক্তার মোহাম্মদ বাবরুল আলম। সভাপতির বক্তব্য প্রদান করেন বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশনের সভাপতি প্রফেসর ডাক্তার মো. নিজাম উদ্দিন চৌধুরী। ধন্যবাদ জ্ঞাপন করবেন বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি প্রফেসর ডাক্তার কাজী শাহনুর আলম।
উপদেষ্টা সম্পাদক: দীপক মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান
সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০
ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :