ময়মনসিংহ অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক
প্রকাশ :

ময়মনসিংহের কেওয়াটখালী এলাকায় ১৩২/৩৩ কেভি গ্রীড উপকেন্দ্রের ট্রান্সফর্মারে অগ্নিকাণ্ডের ঘটনার ২০ ঘণ্টা পর ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর ও জামারপুরে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন ময়মনসিংহ অঞ্চলের পিডিবির প্রধান প্রকৌশলী মো. রফিকুল ইসলাম।তিনি বলেন, ২০ ঘণ্টা পর ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা জেলায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে। এর আগে সকাল সকাল ৮টার দিকে আংশিক ক্ষতিগ্রস্ত ট্রান্সফর্মারটির মেরামত কাজ শেষ হওয়ায় এখন দুটি ট্রান্সফর্মার দিয়ে পুরোদমে চলছে বিদ্যুৎ সরবরাহ।
তিনি বলেন, ২০ ঘণ্টা পর ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা জেলায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে। এর আগে সকাল সকাল ৮টার দিকে আংশিক ক্ষতিগ্রস্ত ট্রান্সফর্মারটির মেরামত কাজ শেষ হওয়ায় এখন দুটি ট্রান্সফর্মার দিয়ে পুরোদমে চলছে বিদ্যুৎ সরবরাহ।
তিনি আরও বলেন, কেওয়াটখালি পিজিসিবি'র গ্রিড উপকেন্দ্রের ৩টি ট্রান্সফর্মারের মধ্যে একটি সম্পূর্ণ পুড়ে যায় এবং একটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়।
এখন ময়মনসিংহ অঞ্চলে পিডিবি ও পল্লী বিদ্যুতের বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক আছে। পুড়ে যাওয়া ট্রান্সফরমারটি মেরামতে কাজ করছে সরবরাহকারী প্রতিষ্ঠান এনার্জিপ্যাক। তবে এটি মেরামতে কয়েকদিন সময় লাগবে বলে জানান তিনি।
এদিকে ময়মনসিংহ জেলা ফায়ার সার্ভিস'র উপ-পরিচালক পান্নাত শাহ বলেন, উপকেন্দ্রের ৩৩ কেভি যেখানে একটি শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। এরপর মার্সেল বক্স হয়ে একটি ট্রান্সফরমারে আগুন লাগে। পরে ফায়ার সার্ভসের ২টি ইউনিটের এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ময়মনসিংহের কেওয়াটখালি বিদ্যুৎ উপকেন্দ্রের ৩৩ কেভি একটি শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর মার্সেল বক্স হয়ে একটি ট্রান্সফরমারে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় ময়মনসিংহসহ বিভাগের চার জেলায়।