, ১৫ অগ্রহায়ণ ১৪৩০ অনলাইন সংস্করণ

লন্ডন পৌঁছেছেন মসিক মেয়র ইকরামুল হক টিটু : নৌকা প্রতীকে চাইবেন ভোট

  শাহ মোহাম্মদ রনি

  প্রকাশ : 

লন্ডন পৌঁছেছেন মসিক মেয়র ইকরামুল  হক টিটু : নৌকা প্রতীকে চাইবেন ভোট
সেমিনার ও সংবর্ধনায় যোগ দিতে শনিবার সকালে লন্ডন পৌঁছেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের জননন্দিত মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি মোঃ ইকরামুল হক টিটু। প্রবাসীদের একটি সংগঠনের আমন্ত্রণে তিনি লন্ডন গেছেন। গুরুত্বপূর্ণ সেমিনারে যোগ দেওয়ার পাশাপাশি সংগঠনটি তাকে সংবর্ধনা দিবে। ওই সংগঠনের আমন্ত্রণে ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের নেতা ও সিটি কর্পোরেশনের ৩ কাউন্সিলরও লন্ডন গেছেন। এরা হলেন- ওয়ার্ড কাউন্সিলর মোঃ তাজুল আলম. মোঃ কামাল খান ও মোঃ নিয়াজ মোর্শেদ।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করার জন্য মেয়র মোঃ ইকরামুল হক টিটু প্রবাসী বাংলাদেশীদের কাছে ভোট চাইবেন। তিনি সরকারের উন্নয়ন ও প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়ার রূপরেখা নিয়ে কথা বলবেন। প্রবাসীদের কল্যাণে সরকারের গ্রহণ করা বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করবেন। তিনি স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে সৌজন্য সাক্ষাত এবং পারস্পরিক বিভিন্ন বিষয় নিয়েও কথা বলবেন। মেয়র টিটু আগামী ১৬ সেপ্টেম্বর দেশে ফিরবেন। প্যানেল মেয়র-১ মোঃ আসিফ হোসেন ডন ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করছেন।

  • সর্বশেষ - আলোচিত খবর