11 September 2024, 11:10:44 PM, অনলাইন সংস্করণ

ময়মনসিংহ পুনাকের উদ্যোগে পুলিশ সদস্যদের জিপিএ-৫ পাওয়া কৃতি সন্তানদের সংবর্ধনা

  স্টাফ রিপোর্টার

  প্রকাশ : 

ময়মনসিংহ পুনাকের উদ্যোগে পুলিশ সদস্যদের  জিপিএ-৫ পাওয়া কৃতি সন্তানদের সংবর্ধনা
ময়মনসিংহ জেলায় কর্মরত পুলিশ সদস্য ও সিভিল স্টাফদের মেধাবী সন্তানদের শনিবার সংবর্ধনা দেওয়া হয়েছে। পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) ময়মনসিংহ আয়োজিত অনুষ্ঠানে রেঞ্জ ডিআইজি (অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতিপ্রাপ্ত) দেবদাস ভট্টাচার্য্য প্রধান অতিথি ছিলেন। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন পুনাকের উপদেষ্টা ডিআইজি পত্নী মধুছন্দা ভট্টাচার্য্য। বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহের পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা পিপিএম। এ সময় জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সদস্যরা উপস্থিত ছিলেন। পুনাক ময়মনসিংহ শাখার সভাপতি পুলিশ সুপার পত্নী ডা. রেবেকা শারমিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

প্রধান অতিথি দেবদাস ভট্টাচার্য্য সংবর্ধিতদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। তিনি সন্তানদের ওপর কোনো কিছু চাপিয়ে না দিয়ে তাদের স্বকীয়তা ও স্বতঃস্ফূর্তার ওপর গুরুত্ব দেওয়ার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান। সন্তানরা যেন মাদকের সাথে জড়িত না হয় এ বিষয়েও বিশেষ দৃষ্টি রাখার জন্য তিনি অভিভাবকদের পরামর্শ দেন। ২০২৩ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২৯ কৃতি শিক্ষার্থীকে তিনি ফুল দিয়ে অভিনন্দন জানান। সংবর্ধিতদের হাতে প্রাইজবন্ড এবং সনদপত্র তুলে দেওয়া হয়।



  • সর্বশেষ - মহানগর