ভালুকায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে তাঁতী লীগ নেতারা
প্রকাশ :

নবনির্বাচিত তাঁতী লীগের নেতারা শুক্রবার রাতে ভালুকা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গোলাম মোস্তফাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। উপজেলা তাঁতী লীগের নয়া সভাপতি এস. এম. কামরুজ্জামান ও সাধারণ সম্পাদক এস. এইচ. ফরহাদ কমিটির অন্যদের সাথে নিয়ে এ শুভেচ্ছা জানান। গোলাম মোস্তফা নবনির্বাচিত তাঁতী লীগের নেতাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়ার নির্দেশনা বাস্তবায়ন ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
শুভেচ্ছা জানানোর সময় ভালুকা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এজাদুল হক পারুল, সাংগঠনিক সম্পাদক তসলিম উদ্দিন খান প্রমুখ উপস্থিত ছিলেন। কেন্দ্রের নির্দেশে ময়মনসিংহ জেলা তাঁতী লীগের সভাপতি মোঃ তাজুল ইসলাম জুয়েল এবং সাধারণ সম্পাদক মোঃ আমানুল ইসলাম জলিল ৬১ সদস্যের এ কমিটি অনুমোদন দিয়েছেন বলে সূত্র জানিয়েছে।