, ১৫ অগ্রহায়ণ ১৪৩০ অনলাইন সংস্করণ

তিন দিনে ৩৫০ কোটি রুপি আয় জওয়ানের

  বিনোদন ডেস্ক

  প্রকাশ : 

তিন দিনে ৩৫০ কোটি রুপি আয় জওয়ানের

এই ঝড় প্রত্যাশিতই ছিল। গত কয়েকমাস ধরেই জওয়ানের উন্মাদনা দেখে বোঝা যাচ্ছিল, বক্স অফিস রীতিমতো তছনছ করতেই আসছেন বলিউড বাদশা শাহরুখ খান। আর করছেনও তাই! মুক্তির মাত্র তিন দিনেই বিশ্বব্যাপী ৩০০ কোটির ঘরে পৌঁছে গেছে ‘জওয়ান’।

ভারতের চলচ্চিত্র বাণিজ্য বিশেষজ্ঞ মনোবালা ভি জানিয়েছেন, প্রথম তিন দিনেই বিশ্বজুড়ে ৩৫০ কোটি রুপি ব্যবসা করেছে ‘জওয়ান’। তৃতীয় দিনে ছবিটি হিন্দি, তামিল এবং তেলুগুতে যথাক্রমে গ্রস ৭৩.৭৬ কোটি, ৫.৩৪ কোটি এবং ৩.৭৪ কোটি ব্যবসা করেছে। অর্থাৎ তৃতীয় দিনে ছবিটির আয় মোট ৮২.৮৪ কোটি টাকা। আয়ের সংখ্যা চোখ কপালে তোলার মতোই! 

রবিবার সারাদিনে ‘জওয়ান’-এর আয় আরও বেড়ে যাবে বলে মনে করা হচ্ছে। আতলী কুমার পরিচালিত এই ছবি বলিউডের সর্বকালের সর্বোচ্চ ওপেনিং। উল্লেখ্য, পাঠানের পর জওয়ান শাহরুখের দ্বিতীয় প্যান ইন্ডিয়া রিলিজ। এতে আরো রয়েছেন জনপ্রিয় নায়িকা দীপিকা পাডুকন, দক্ষিণের সুপারস্টার নয়নতারা এবং বিজয় সেতুপাতি।

  • সর্বশেষ - বিনোদন