ইউক্রেনের দুই ড্রোন ভূপাতিতের দাবি রাশিয়ার
প্রকাশ :

রাশিয়ার বেলগোরদ অঞ্চলের ওপর দিয়ে ওড়ার সময় সোমবার ভোরে দেশটির বিমান প্রতিরক্ষা বাহিনী দুটি ড্রোন ভূপাতিত করেছে। আঞ্চলিক গভর্নর এই তথ্য জানিয়েছেন।
বেলগোরদের আঞ্চলিক গভর্নর ভিয়াচেস্লাভ গ্ল্যাডকভ টেলিগ্রামে এক পোস্টে বলেন, আমাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইয়াকভলেভেভো শহুরে জেলায় নিয়োজিত ছিল। দুটি বিমান-টাইপ ইউএভি (মনুষ্যবিহীন বিমান) গুলি করে ভূপাতিত করা হয়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
একটি ড্রোনের টুকরো একটি বেসরকারি আবাসিক বাড়ির কাছে রাস্তায় পড়ে যায়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মস্কোর স্থানীয় সময় রাত ১টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। সাম্প্রতিক সময়ে রাশিয়ায় ড্রোন হামলা বাড়িয়েছে ইউক্রেন।