, ২১ অগ্রহায়ণ ১৪৩০ অনলাইন সংস্করণ

সম্পূর্ণ ভিন্ন উপস্থাপনায় নিউজিল্যান্ডের বিশ্বকাপ দল ঘোষণা

  স্পোর্টস ডেস্ক

  প্রকাশ : 

সম্পূর্ণ ভিন্ন উপস্থাপনায় নিউজিল্যান্ডের বিশ্বকাপ দল ঘোষণা

সম্পূর্ণ ভিন্ন উপস্থাপনায় ওয়ানডে বিশ্বকাপের দল ঘোষণা করল নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। সাধারণত দল ঘোষণার পর আলোচনার মূল বিষয় হয়ে থাকে- দলে কারা আছেন– কারা নেই, কেন আছেন–কেন নেই- এই বিষয়। কিন্তু নিউজিল্যান্ড বোর্ড এমনভাবে দল ঘোষণা করেছে যে, সেই বিষয়টি ছাপিয়ে এবার উপস্থাপনা ধরনটিই বেশি আলোচিত হচ্ছে।

দল ঘোষণার পর থেকে ক্রিকেটপ্রেমীদের মনে একটাই প্রশ্ন, এত সুন্দর করে কোনও ক্রিকেট বোর্ড কি এর আগে কখনো বিশ্বকাপ দল ঘোষণা করেছে? ১৫ সদস্যের দল ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও রিল পোস্ট করেছে এনজেডসি। তাতে একে একে কেউ তার বাবা, কেউবা তার স্বামী, কেউ আবার নিজের সন্তান বা নাতির বিশ্বকাপ দলে থাকার কথা ঘোষণা করেন।

ভিডিওর শুরুতেই দেখা যায় একটি ছোট্ট শিশুকে। মায়ের কোলে বসা। তাকে শিখিয়ে দেওয়া কথাগুলো বলতে শোনা যায় এভাবে, “১৬১, আমার বাবা কেইন উইলিয়ামসন।” বুঝতে অসুবিধা হয় না, ওই শিশু উইলিয়ামসনের চার বছর বয়সী মেয়ে ম্যাগি। আর সে যার কোলে তিনি হলেন স্ত্রী উইলিয়ামসনের সারাহ রাহিম। উইলিয়ামসন হলেন- নিউজিল্যান্ড ওয়ানডে ইতিহাসের ১৬১ নম্বর খেলোয়াড়।

আর এই ঘোষণার মধ্য দিয়ে কেটে গেল একটি শঙ্কা। চোট কাটিয়ে অনেকটাই সেরে উঠেছেন উইলিয়ামসন। ভারতেও তিনিই দলকে নেতৃত্ব দেবেন। উইলিয়ামসন ফিরলেও বিশ্বকাপ দলে জায়গা হয়নি অভিজ্ঞ মার্টিন গাপটিলের। রাখা হয়নি টপ অর্ডার ব্যাটসম্যান ফিন অ্যালেন, দুই পেসার অ্যাডাম মিলনে ও কাইল জেমিসনকেও। ভারতের উইকেটের কথা মাথায় রেখে নেওয়া হয়েছে তিন স্পিনার। মিচেল স্যান্টনার, ইশ সোধির সঙ্গে আছেন স্পিন বোলিং অলরাউন্ডার রাচিন রবীন্দ্র। পেস আক্রমণে ট্রেন্ট বোল্ট–টিম সাউদির সঙ্গে আছেন লকি ফার্গুসন ও ম্যাট হেনরি।

একমাত্র পেস বোলিং অলরাউন্ডার হিসেবে রাখা হয়েছে জিমি নিশামকে। ২০১৯ বিশ্বকাপ ফাইনালে সুপার ওভার চলার সময় মারা যান নিশামের কৈশোরের কোচ জেমস গর্ডন; যিনি তার জীবনে অনুপ্রেরণার উৎস হয়ে আছেন। বেঁচে থাকলে হয়তো গর্ডনই নিশামের নাম ঘোষণা করতেন। সেটা হয়নি। তবে নিশামের নাম যিনি ঘোষণা করেছেন, তিনিও তাকে ক্রিকেটার হতে কম অনুপ্রাণিত করেননি। সেই তিনি নিশামের ৯৪ বছর বয়সী দাদি। নাতির নাম ঘোষণা করেছেন এভাবে, “ওডিআই ব্ল্যাকক্যাপ নম্বর ১৭৭। সে আমার নাতি জেমস নিশাম।”

এভাবে কারও বাবা–মা, কারও বাগদত্তা নিউজিল্যান্ডের বিশ্বকাপ দলে থাকা খেলোয়াড়দের নাম ঘোষণা করেছেন। পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়া উইলিয়ামসনের থাকার কথা আগেই ঘোষণা করা হয়েছিল। তবে আগামী ৫ অক্টোবর আহমেদাবাদে ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে তার খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। বর্তমানে তিনি চোট থেকে সেরে ওঠার শেষ পর্যায়ে আছেন বলে জানা গেছে।

নিউজিল্যান্ড দল: কেইন উইলিয়ামসন (অধিনায়ক), টম ল্যাথাম (সহ-অধিনায়ক ও উইকেটরক্ষক), ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, ড্যারিল মিচেল, ডেভন কনওয়ে, মিচেল স্যান্টনার, ইশ সোধি, রাচিন রবীন্দ্র, উইল ইয়াং, গ্লেন ফিলিপস, লকি ফার্গুসন, মার্ক চ্যাপম্যান, জিমি নিশাম, ম্যাট হেনরি।

  • সর্বশেষ - খেলাধুলা