14 September 2024, 09:30:33 PM, অনলাইন সংস্করণ

ডিএমপি কমিশনারের সঙ্গে দেখা করলেন ছাত্রলীগ নেতারা

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ : 

ডিএমপি কমিশনারের সঙ্গে দেখা করলেন ছাত্রলীগ নেতারা

ছাত্রলীগের দুই নেতাকে মারধরের ঘটনা ও সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে বৈঠক করেছেন সংগঠনটির সভাপতি সাদ্দাম হোসেন। সোমবার বেলা ১২টা ১০ মিনিটের দিকে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধি দল ডিএমপি কমিশনারের সঙ্গে দেখা করতে যান।

বৈঠকে উদ্ভূত পরিস্থিতিতে দোষীদের বিরুদ্ধে তদন্তপূর্বক শাস্তির দাবি জানিয়েছেন ছাত্রলীগ নেতারা। বৈঠক শেষে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন গণমাধ্যমকে জানান, ডিএমপি কমিশনার আশ্বস্ত করেছেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের। তারা বলেছেন এ ঘটনায় আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করা পুলিশের সঙ্গে ছাত্রলীগের সৌহার্দপূর্ণ সম্পর্কে কোনো ব্যত্যয় ঘটবে না।

উদ্ভূত ঘটনায় ছাত্রদলের বক্তব্য দেয়ার বিষয়ে সাদ্দাম বলেন, ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টাকারীদের বিরুদ্ধে সতর্ক রয়েছে ছাত্রলীগ। এর আগে ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন নাঈম ও বিজ্ঞানবিষয়ক সম্পাদক শরীফ আহম্মেদ মুনীমকে শাহবাগ থানার ভেতরে ঢুকিয়ে মারধরের অভিযোগ ওঠে রমনা বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) হারুন অর রশিদের বিরুদ্ধে। আহতদের একজন হাসপাতালে ভর্তি, অন্যজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। শনিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় হারুন অর রশিদকে এক দিনে দুবার বদলি করা হয়েছে। রবিবার প্রথমে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক আদেশে তাকে রমনা বিভাগ থেকে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) উত্তর বিভাগে বদলি করা হয়। পরে পুলিশ সদর দফতর থেকে আরেক প্রজ্ঞাপনে এডিসি হারুনকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে বদলি করা হয়।

  • সর্বশেষ - রাজনীতি