কোহলি-রাহুলের জোড়া শতক, পাকিস্তানকে ৩৫৭ রানের টার্গেট দিল ভারত
প্রকাশ :

রিজার্ভ ডে’তে গড়ানো খেলায় পাকিস্তানকে ৩৫৭ রানের টার্গেট দিয়েছে ভারত। রোহিত শর্মা ও শুভমান গিলের জোড়া অর্ধ শতকে শুরু হওয়া ম্যাচটাকে অন্য মাত্রায় নিয়ে গেছেন বিরাট কোহলি ও লোকেশ রাহুল।
দুর্দান্ত জুটি গড়ে পাকিস্তানের বোলারদের রীতিমতো তুলোধুনো করেছেন ভারতের দুই ব্যাটার। কোহলি ও রাহুল দুজনেই পেয়েছেন শতকের দেখা।
সবমিলিয়ে এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচটিতে ভারতীয় ব্যাটিং লাইনআপে মোটেও চিড় ধরাতে পারেনি পাকিস্তানের বোলাররা। পাকিস্তান টিমকে থাকতে হয়েছে অনেকটা দর্শকের ভূমিকায়।
ভারতের হয়ে ওপেন করতে আসা রোহিত শর্মা (৪৯ বলে ৫৬) ও গিল (৫২ বলে ৫৮) ১২১ রানের পার্টনারশিপ গড়েন। শাদাব খান ফেরান রোহিতকে আর শাহিন শাহ আফ্রিদির শিকার হন গিল।
এরপর ২৩৩ রানের অপরাজিত জুটি গড়েন কোহলি-রাহুল। এই ম্যাচে ৯৪ বলে ১২২ রানের দুর্দান্ত শতক করে ওয়ানডে ক্যারিয়ারে ১৩ হাজার রানের মাইলফলক ছুঁয়েছে কোহলি। আর রাহুল খেলেছেন ১০৬ বলের ১১১ রানের একটা দারুণ ইনিংস।