, ২১ অগ্রহায়ণ ১৪৩০ অনলাইন সংস্করণ

পাকিস্তানকে হারিয়ে যেসব রেকর্ড গড়ল ভারত

  স্পোর্টস ডেস্ক

  প্রকাশ : 

পাকিস্তানকে হারিয়ে যেসব রেকর্ড গড়ল ভারত

বৃষ্টির কারণে পাকিস্তানের বিপক্ষে দুই দিনে গড়ানো ম্যাচটিতে বিশাল ব্যবধানে জয় পেয়েছে রোহিত-কোহলিরা। পাকিস্তানকে ২২৮ রানের ব্যবধানে হারানোর রাতে বেশ কিছু রেকর্ড গড়েছে ভারত। বিশেষ করে দিনটি ছিল বিরাট কোহলি ও লোকেশ রাহুলের। দুজনেই করেছেন অনবদ্য সেঞ্চুরি।

এদিন ওয়ানডে ক্রিকেটে ১৩ হাজার রানের ঘরে পৌঁছে গেছেন কোহলি। এই ফরম্যাটে দ্রুততম ব্যাটার হিসেবে এই অর্জন নিজের করে নিলেন তিনি। এ ছাড়া কোহলির সঙ্গে পাল্লা দিয়ে শৈল্পিক ব্যাটিং করেছেন রাহুল। রাহুলের ৫৫ ম্যাচ ক্যারিয়ারে এটা ষষ্ঠ সেঞ্চুরি। গতকালই ২ হাজার রানের মাইলফলকও পাড়ি দিয়েছেন ভারতীয় এ তারকা।

ম্যাচটিতে হওয়া আরও বেশকিছু কেকর্ড তুলে ধরা যাক-

দ্রুততম ১৩ হাজার রান

দ্রুততম ব্যাটার হিসেবে ওয়ানডে ক্রিকেটে ১৩ হাজার রান করেছেন কোহলি। টপকে গেলেন কিংবদন্তি শচীন টেন্ডুলকরকে, যিনি ৩২১ ইনিংসে ১৩ হাজার রান করেছিলেন।

পাকিস্তানের বিপক্ষে সর্বোচ্চ রানের জুটি

গতকাল ভারতের তৃতীয় উইকেট জুটিতে ২৩৩ রান করেন কোহলি এবং রাহুল। দুজনের অবিচ্ছিন্ন এই জুটির সংগ্রহ এশিয়া কাপে সর্বোচ্চ। এ ছাড়া ভারত-পাকিস্তান ম্যাচে রেকর্ড রানের জুটিও এটি। এর আগে ১৯৯৬ সালে ভারতের হয়ে নভজিত সিং সিন্ধু ও শচীন শারজাহতে ২৩১ রানের জুটি গড়েছিলেন।

পাকিস্তানের বিপক্ষে যৌথভাবে ভারতের দলীয় সর্বোচ্চ রান

পাকিস্তানের বিপক্ষে এদিন ওয়ানডে সর্বোচ্চ ৩৫৬ রান সংগ্রহ করেছে ভারত। এর আগে ভারত একই পুঁজি পেয়েছিল ২০০৫ সালে। একইসঙ্গে ফরম্যাটটিতে নিরপেক্ষ ভেন্যুতে পাকিস্তানের বিপক্ষে সর্বোচ্চ দলীয় রানও এটি।

কোহলির এশিয়া কাপ রেকর্ড

এশিয়া কাপের ১৪টি ওয়ানডে ম্যাচে চার সেঞ্চুরিতে কোহলির রানের গড় ৬৭.১৮। এমনকি এতে তার স্ট্রাইকরেট একশ’রও বেশি। টুর্নামেন্টটিতে দ্বিতীয় সর্বোচ্চ চারটি সেঞ্চুরি করেছেন কোহলি ও কুমার সাঙ্গাকারা। আরেক লঙ্কান ব্যাটার জয়সুরিয়া এশিয়া কাপে সর্বোচ্চ ছয়টি সেঞ্চুরি করেছিলেন। যা ছাড়িয়ে যাওয়ার সুযোগ রয়েছে কোহলির সামনে।

  • সর্বশেষ - খেলাধুলা