, ২১ অগ্রহায়ণ ১৪৩০ অনলাইন সংস্করণ

রোহিত-গিল-কোহলিকে আউট করে শ্রীলঙ্কাকে খেলায় ফেরালেন ওয়েলালাগে

  স্পোর্টস ডেস্ক

  প্রকাশ : 

রোহিত-গিল-কোহলিকে আউট করে শ্রীলঙ্কাকে খেলায় ফেরালেন ওয়েলালাগে

এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে বল করছে ভারত। রোহিত শর্মা ও শুভমান গিলের দারুণ জুটিতে ভালো শুরু করে ভারত।

তবে শেষ পর্যন্ত গিলকে আউট করে ৮০ রানের ওপেনিং জুটি ভাঙেন লঙ্কান স্পিনার ডুনিথ ওয়েলালাগে। এরপর তিনে নামা বিরাট কোহলিকেও ফিরতে হয় একই বোলারের বলে ক্যাচ আউটের শিকার হয়ে।

আরেক ওপেনার রোহিত শর্মাকেও ফিরিয়ে ভারতকে খানিকটা চাপে ফেলেছেন তরুণ স্পিনার ওয়েলালাগে। তবে আউট হওয়া আগে ৪৮ বলে ৫৩ রানের ইনিংস খেলেছেন রোহিত। শুভমান গিল অবশ্য ফিরেছেন ১৯ রানে। কোহলি তুলতে পেরেছিলেন মাত্র তিন রান।

  • সর্বশেষ - খেলাধুলা