বিশ্বকাপ বাছাইয়ে বলিভিয়াকে পাত্তাই দিলো না আর্জেন্টিনা
প্রকাশ :
বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার স্কোয়াডে ছিলেন না দলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি। তবে মেসিকে ছাড়াই জয় তুলে নিল স্ক্যালোনির শিষ্যরা। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে বলিভিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা। দলের পক্ষে একটি করে গোল করেছেন এনজো ফার্নান্দেজ, নিকোলস তাগলিয়াফিকো ও নিকোলাস গঞ্জালেস।
পুরোপুরি সুস্থ না হওয়ায় বলিভিয়ার বিপক্ষে ম্যাচের একাদশে ছিলেন না লিওনেল মেসি। তাকে ছাড়াই ৪-৩-৩ ফরম্যাশনে দল সাজান কোচ স্ক্যালোনি। পরিকল্পনায় সফল কাতার বিশ্বকাপ জয়ী কোচ। আগের ম্যাচে ইকুয়েডরকে হারানোর পর এবার বলিভিয়ার বিপক্ষেও জয় তুলে নিয়েছেন তিনি।
বলিভিয়ার লা পাজে ৩১ মিনিটে গোলের খাতা খুলে আর্জেন্টিনা। অ্যাঞ্জেল ডি মারিয়ার অ্যাসিস্ট থেকে এ সময় গোল করেন এনজো ফার্নান্দেজ। গঞ্জালেসকে মারাত্মকভাবে ফাউল করায় ৩৮ মিনিটে লাল কার্ড দেখেন বলিভিয়ার রবার্তো ফার্নান্দেজ। ফলে ১০ জনের দলে পরিণত হয় তারা।
১০ জনের দল পেয়ে প্রথমার্ধে আরও একটি গোল করে আর্জেন্টিনা, এবারও বলের যোগানদাতা মারিয়া। তবে স্কোরশিটে নাম তুলেন তাগলিয়াফিকো। ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে যাওয়া আর্জেন্টিনা পরের গোলটি পায় ম্যাচের ৮৩ মিনিটে।