, ১৫ অগ্রহায়ণ ১৪৩০ অনলাইন সংস্করণ

পুতিনের ‌সব সিদ্ধান্তে ‘নিঃশর্ত সমর্থন’ দেবার প্রতিশ্রুতি কিমের

  আন্তর্জাতিক ডেস্ক

  প্রকাশ : 

পুতিনের ‌সব সিদ্ধান্তে ‘নিঃশর্ত সমর্থন’ দেবার প্রতিশ্রুতি কিমের

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে রাশিয়ার সবচেয়ে উন্নত স্পেসপোর্টে বৈঠক করেছেন। ওদিকে যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া ঐ দুই দেশের মধ্যে সম্ভাব্য অস্ত্র লেনদেনের ব্যাপারে হুশিয়ারি দিয়েছে।

ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধের দিকে ইঙ্গিত করে কিম পুতিনের "সমস্ত সিদ্ধান্তের" প্রতি তার "পূর্ণ এবং নিঃশর্ত সমর্থন" দেওয়ার প্রতিশ্রুতি দেন। চীনের সীমান্তের কাছে রাশিয়ার সুদূর পূর্বের আমুর অঞ্চলে ভস্তোচনি কসমোড্রোমে দুই নেতার বৈঠক অনুষ্ঠিত হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক পশ্চিমা কর্মকর্তাদের বরাত দিয়ে গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, রাশিয়া ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য উত্তর কোরিয়ার আর্টিলারি শেল পাওয়ার আশা করছে। অন্যদিকে পিয়ংইয়ং তার স্যাটেলাইট ও পারমাণবিক শক্তিচালিত সাবমেরিনগুলির জন্য উন্নত প্রযুক্তি এবং মস্কোর কাছ থেকে খাদ্য সহায়তা চায় বলে ধারণা করা হচ্ছে। পুতিন কিমকে বলেন, “আমাদের অর্থনৈতিক সহযোগিতা ও মানবিক ইস্যুর পাশাপাশি এ অঞ্চলের পরিস্থিতি নিয়ে আলোচনা করতে হবে।”

রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানা যায়,স্পেসপোর্ট পরিদর্শনকালীন সংবাদ প্রতিবেদকেরা জিজ্ঞাসা করেন, রাশিয়া উত্তর কোরিয়াকে স্যাটেলাইট তৈরিতে সহায়তা করবে কিনা। উত্তরে পুতিন বলেন, “এ কারণেই আমরা এখানে এসেছি। উত্তর কোরিয়ার নেতার রকেট প্রকৌশলে প্রচুর আগ্রহ; তারা মহাকাশেও উন্নয়নের চেষ্টা করছে।”

বুধবার কিম যখন রাশিয়া সফর করেন, তখন উত্তর কোরিয়া তার পূর্ব উপকূলে সমুদ্রে দুটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, ক্ষেপণাস্ত্রগুলো পিয়ংইয়ংয়ের নিকট থেকে ছোঁড়া হয় এবং তা প্রায় ৬৫০ কিলোমিটার পথ অতিক্রম করে। বৈঠকের আগে দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা জানান, তারা গত চার বছরের মধ্যে কিম ও পুতিনের মধ্যে প্রথম বৈঠক নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।

এদিকে ইউক্রেন যুদ্ধে ব্যবহৃত হতে পারে এমন অস্ত্র রাশিয়াকে সরবরাহ না করতে উত্তর কোরিয়াকে নতুন করে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া। লি জুহিউন এই প্রতিবেদনে অবদান রেখেছেন। অ্যাসোসিয়েটেড প্রেস এবং রয়টার্স থেকে এই প্রতিবেদনের জন্য কিছু তথ্য নেয়া হয়েছে।

  • সর্বশেষ - আন্তর্জাতিক