20 September 2024, 02:31:57 AM, অনলাইন সংস্করণ

১৭০ বোতল মদ উদ্ধার, আটক তিন

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ : 

১৭০ বোতল মদ উদ্ধার, আটক তিন
16px

নেত্রকোনারর সীমান্ত দিয়ে নম্বরবিহীন পিকাপ ভ্যানে করে বিভিন্ন ব্রান্ডের ভারতীয় মদ পাচারকালে তিন ব্যবসায়ীকে আটক করেছে কলমাকান্দা থানার পুলিশ।

আটককৃতরা হলেন- কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের বাউসাম বৈঠাখালি গ্রামের শাহালমের ছেলে মো.খাইরুল (২২), মৃত বাবুল মিয়ার ছেলে সুমন ইসলাম (২৩) ও মানিক মিয়ার ছেলে মো. মনির (২১)। তাদের কাছে থাকা ১৭০ বোতল ভারতীয় দামি মদ উদ্ধার করা হয়।

শনিবার (১৬ সেপ্টেম্বর) ভোরে একই ইউনিয়নের বরদল প্রাথমিক বিদ্যালয়ের পাশের কাঁচা সড়কের তিন রাস্থার মোড় থেকে তাদেরকে আটক করা হয়। এসময় মদ পরিবহনে ব্যবহৃত নীল রঙের একটি মলম গাড়ি খ্যাত পিকাপ ভ্যানটিও জব্দ করা হয়েছে। আটকদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতে সোর্প করা হয় বলে নিশ্চিত করেছেন কলমাকান্দা থানার ওসি মো. আবুল কালাম পিপিএম।

ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালালে একটি নাম্বারবিহীন নীল রঙের পিকাপে ১৭০ বোতল ভারতীয় মদ পাওয়া যায়। এরা চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে জানান ওসি।

  • সর্বশেষ - সাক্ষাতকার