ইমরান খানের ঘনিষ্ঠ সহযোগী রশিদ আহমেদ গ্রেফতার
প্রকাশ :

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের ঘনিষ্ঠ সহযোগী ও আওয়ামী মুসলিম লীগের (এএমএল) প্রধান শেখ রশিদ আহমেদকে রাওয়ালপিন্ডি থেকে গ্রেফতার করা হয়েছে। তার আইনজীবী সরদার আবদুল রাজাক এই দাবি করেছেন।
রাওয়ালপিন্ডির একটি হাউজিং সোসাইটি থেকে সাদা পোশাকে রশিদকে আটক করা হয়। বিশদ বিবরণ দেওয়ার সময় আইনজীবী বলেন, রশিদকে হাউজিং সোসাইটির একটি ভাড়া বাসা থেকে আটক করা হয়। তার (রশিদ) ভাগ্নেকেও গ্রেফতার করা হয়েছে।
পাঞ্জাবের সীমানায় এএমএল প্রধানের বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা হয়নি। তার আইনজীবী আরও দাবি করেছেনপিটিআই কর্তৃক ১০ মে আয়োজিত বিক্ষোভের ঘটনায় কোহসার থানায় দায়ের করা মামলায় রশিদকেও আসামি করা হয়। উল্লেখ্য এই মামলায় ইমরান খানকেও গ্রেফতার করা হয়। আইনজীবী বলেন, ‘আমরা এখন পর্যন্ত রশিদের অবস্থান জানি না। তাকে খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।